হোম > প্রযুক্তি

আইফোন ১৬ প্রো ম্যাক্সের ক্যামেরায় বড় যে পরিবর্তন আসছে

ছবি ও ভিডিওর মান আরও উন্নত করতে আইফোন ১৬ প্রো ম্যাক্সের লেন্সে অনেক পরিবর্তন নিয়ে আসবে অ্যাপল। আগের মডেলের তুলনায় ফোনটির ক্যামেরায় ১২ শতাংশ বড় লেন্স ব্যবহার করা হবে। এমনই তথ্য ফাঁস করেছেন চীনের মাইক্রোব্লগিং ওয়েবসাইটে ওয়েবুর এক ব্লগার। তাই আইফোন ১২ প্রো ম্যাক্স মডেলটি ‘ইমেজ ফ্ল্যাগশিপ’ ফোন হবে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে। 

আইফোনের প্রধান ক্যামেরাতে ৪৮ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৯০৩ সেন্সর ব্যবহার করা হয়েছে। ছবির ডেটা আরও ভালো করে রূপান্তরের জন্য ১৪ বিটের অ্যানালগ থেকে ডিজিটাল কনভারটার (এডিসি), ডাইনামিক রেঞ্জ ও নয়েজ কন্ট্রোলের জন্য ডিজিটাল গেইন কন্ট্রোলারের (ডিসিজি) মতো অত্যাধুনিক প্রযুক্তি এই সেন্সরে ব্যবহার করা হয়েছে। বিভিন্ন অংশ একাধিক স্তর বা লেয়ারে সুসজ্জিত রেখে এই সেন্সরের নকশা করা হয়েছে। 

আইফোন ১৬ প্রো ম্যাক্সে ক্যামেরার সেন্সরটি আগের মডেলগুলোর তুলনায় ১২ শতাংশ বড় হবে। যার আকার হবে ১ / ১.১৪ ইঞ্চি। আইফোন ১৪ প্রো ও আইফোন ১৫ প্রো মডেলে ১ / ১.২৮ ইঞ্চি সেন্সর ব্যবহার করা হয়েছে। এই সেন্সর আইফোনের প্রধান ক্যামেরার রেঞ্জ (পরিসীমা) ও ব্যাকগ্রাউন্ড ব্লার (ছবির বিষয়বস্তুকে স্পষ্ট করে ব্যাকগ্রাউন্ড অস্পষ্ট করার ফিচার) বৃদ্ধি করবে। এই লেন্স কম আলোতে আরও ভালো ছবি তোলার ক্ষমতা বৃদ্ধি করবে। কারণ লেন্সের বড় হওয়ার কারণে এতে বেশি আলো প্রবেশ করতে পারবে। 

ওয়েবুর ব্লগটিতে আরও বলা হয়, পরবর্তী প্রজন্মের আইফোনগুলোয় নকশায় কার্ভ স্ক্রিন দেখা যাবে। এটি গত বছর আইফোন ১৫ সিরিজের নকশার পুনরাবৃত্তি। 

আইফোন ১৫ সিরিজ নিয়ে গত বছরে ওয়েবুতে প্রকাশিত ফাঁস হওয়া তথ্য সঠিক ছিল। ওয়েবসাইটটিতে বলা হয়েছিল—আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ ম্যাক্সের তুলনায় আইফোন ১৫ ও আইফোন ১৫ প্লাসে একটু ছোট ৪৮ মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করা হবে। সিরিজটি উন্মোচনের পর এই তথ্যের সত্যতা পাওয়া যায়। সেই সঙ্গে আইফোন ১২ এর প্যানেল ডিজাইন বা নকশা সম্পর্কেও সঠিক পূর্বাভাস দেয় ওয়েবু। তাই আইফোন ১৬ প্রো এর ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না বলে আশা করা যায়। 

তথ্যসূত্র: ম্যাকরিউমার

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি