হোম > প্রযুক্তি

এবার গুগল ড্রাইভ ও ড্রপবক্সের তথ্য বিশ্লেষণ করবে চ্যাটজিপিটি

আজকের পত্রিকা ডেস্ক­

এখন থেকে মিটিং রেকর্ড করতে পারবেন চ্যাটজিপিটি ব্যবহারকারীরা। ছবি: দ্য ভার্জ

চ্যাটজিপিটির সেবায় বড় ধরনের পরিবর্তন এনেছে নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। এবার থেকে ব্যবহারকারীরা গুগল ড্রাইভ, ড্রপবক্স, বক্স, শেয়ারপয়েন্ট ও ওয়ানড্রাইভের মতো ক্লাউড স্টোরেজে সংরক্ষিত তথ্যের সঙ্গে চ্যাটজিপিটিকে সরাসরি সংযুক্ত করতে পারবেন। এর মাধ্যমে তথ্য অনুসন্ধান, সারসংক্ষেপ প্রস্তুত এবং তথ্য বিশ্লেষণ আরও সহজ ও দ্রুততর হবে।

চ্যাটজিপিটির এই আপডেট বিশেষ করে ব্যবসায়িক প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যেই আনা হয়েছে। ওপেনএআই জানিয়েছে, ‘চ্যাটজিপিটি এখন আরও বেশি অভ্যন্তরীণ উৎসের সঙ্গে সংযুক্ত হতে পারছে এবং রিয়েল-টাইম প্রেক্ষাপটের ভিত্তিতে কাজ করছে। এসব ফিচার ব্যবহারকারীর অনুমতি নিয়েই চালু থাকবে।

এই সুবিধাগুলো ‘ডিপ রিসার্চ’ নামে পাওয়া যাবে চ্যাটজিপিটি প্লাস ও প্রো, (তবে ইউরোপীয় অর্থনৈতিক এলাকা, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্যে প্রযোজ্য নয়) টিম, এন্টারপ্রাইজ ও এডু ব্যবহারকারীদের জন্য। বর্তমানে গুগল ড্রাইভ, জিমেইল, আউটলুক, টিমস ও লিনিয়ার প্ল্যাটফর্মের তথ্য বিশ্লেষণ করতে পারবে চ্যাটজিপিটি।

মিটিং রেকর্ড ও এআই-চালিত ট্রান্সক্রিপশন

নতুন আরেকটি ফিচারের মাধ্যমে এখন থেকে মিটিং রেকর্ড করতে পারবেন চ্যাটজিপিটি ব্যবহারকারীরা। এই ‘রেকর্ড মোড’-এর মাধ্যমে মিটিংয়ের অডিও ধারণ করে সেটিকে স্বয়ংক্রিয়ভাবে লেখায় রূপান্তর করা যাবে। এ ছাড়া মিটিংয়ের সময়ভিত্তিক নোট তৈরি ও আলোচনার ভিত্তিতে ক্যানভাস ডকুমেন্ট তৈরি করে এআই সিস্টেমটি।

এটি জুম, ক্লিকআপ ও নোশনের মতো ট্রান্সক্রিপশন ফিচারযুক্ত সেবাগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।

নতুন এই ক্লাউড সংযোগকারীগুলো চ্যাটজিপিটিকে গুগল ড্রাইভ, বক্স, ড্রপবক্স, শেয়ারপয়েন্ট ও ওয়ানড্রাইভে সংরক্ষিত ফাইল বিশ্লেষণের ক্ষমতা দিচ্ছে। ব্যবহারকারীরা এসব ডকুমেন্ট নিয়ে সরাসরি প্রশ্ন করতে পারবেন, যার উত্তর এআই বিশ্লেষণের মাধ্যমে দেবে।

ওপেনএআই জানিয়েছে, ‘এই সুবিধাগুলো বিদ্যমান অ্যাকসেস কন্ট্রোল ও নিরাপত্তাবিধি মেনে চলে, যার মাধ্যমে কোম্পানির তথ্যের সুরক্ষা ও নিয়ন্ত্রণ বজায় থাকে।’

চ্যাটজিপিটি টিম, এন্টারপ্রাইজ ও এডু ব্যবহারকারীদের জন্য অতিরিক্তভাবে শেয়ারপয়েন্ট, ড্রপবক্স ও বক্সের সংযোগও দিচ্ছে।

ডিপ রিসার্চ ও এমসিপি সংযুক্তি

ওপেনএআই আরও জানিয়েছে, এখন থেকে হাবস্পট, লিনিয়ার ও গুগল-মাইক্রোসফট টুলসের জন্যও ডিপ রিসার্চ ফিচার পাওয়া যাচ্ছে। এর ফলে ব্যবহারকারীরা অভ্যন্তরীণ ও ওয়েবভিত্তিক তথ্য ব্যবহার করে বিস্তারিত রিপোর্ট প্রস্তুত করতে পারবেন।

এ ছাড়া, ওপেনএআই মডেল কনটেক্সট প্রটোকলের (এমসিপি) সমর্থন বাড়িয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলো তাদের নিজস্ব সিস্টেম চ্যাটজিপিটির সঙ্গে যুক্ত করতে পারবে এবং কাস্টম এআই-চালিত গবেষণা কার্যক্রম পরিচালনা করতে পারবে।

ওপেনএআই জানিয়েছে, ‘এখন থেকে টিম, এন্টারপ্রাইজ ও এডু অ্যাডমিন এবং প্রো ব্যবহারকারীরা এমসিপির মাধ্যমে কাস্টম ডিপ রিসার্চ সংযোগ তৈরি করতে পারবেন। এটি তাদের নিজস্ব অ্যাপস ও জ্ঞানভান্ডারের সঙ্গে ওয়েব রেজাল্ট একত্রে ব্যবহার করার সুযোগ দেবে।’

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া ও দ্য ভার্জ

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি