হোম > প্রযুক্তি

চিকিৎসকের সহকারী হবে মাইক্রোসফটের ড্রাগন কো-পাইলট

আজকের পত্রিকা ডেস্ক­

এই অ্যাসিস্ট্যান্ট স্বাস্থ্যকর্মীদের প্রশাসনিক বোঝা থেকে মুক্তি দেবে। ছবি: সংগৃহীত

স্বাস্থ্য খাতে ব্যবহারের জন্য নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহকারী ‘ড্রাগন কো-পাইলট’ উন্মোচন করল মাইক্রোসফট। এটি চিকিৎসকদের কথা শুনবে ও প্রয়োজনীয় নোট তৈরি করে দিতে পারবে। মাইক্রোসফটের অধীনস্থ এআই ভয়েস কোম্পানি নুয়ান্সের তৈরি ভয়েস ডিকটেশন ও অ্যাম্বিয়েন্ট লিসেনিং প্রযুক্তির সংমিশ্রণে এই সিস্টেম তৈরি করা হয়েছে।

মাইক্রোসফটের ঘোষণা অনুযায়ী, নতুন সিস্টেমটি ‘মাল্টিল্যাঙ্গুয়েজ অ্যাম্বিয়েন্ট নোট ক্রিয়েশন’ ও প্রাকৃতিক ভাষায় শনাক্তের মতো ফিচারের মাধ্যমে নোট তৈরি প্রক্রিয়াকে আরও সহজ করবে। এটি বিশ্বস্ত কনটেন্ট সোর্স থেকে সাধারণ ও মেডিকেল তথ্য অনুসন্ধান করবে। সেই সঙ্গে কথোপকথনের ভিত্তিতে চিকিৎসকদের নির্দেশ, নোট ও মেডিকেল পরীক্ষার সারাংশ, রেফারেল চিঠি ও পরিদর্শনের পরে সারাংশ তৈরির মতো কাজ স্বয়ংক্রিয়ভাবে করতে পারবে।

মাইক্রোসফটের স্বাস্থ্য ও জীববিজ্ঞান সল্যুশন ও প্ল্যাটফর্মের ভাইস প্রেসিডেন্ট জো পেট্রো জানিয়েছেন, এই অ্যাসিস্ট্যান্ট তৈরির লক্ষ্য হলো—স্বাস্থ্যকর্মীদের প্রশাসনিক বোঝা থেকে মুক্তি দেওয়া, যাতে তাঁরা আরও বেশি সময় রোগীর যত্নে মনোযোগ দিতে পারেন।

মাইক্রোসফট তাদের নিজস্ব জরিপে বলেছে, যে স্বাস্থ্যকর্মীরা নুয়ান্স প্রযুক্তি ব্যবহার করেছে, তাঁরা কম ক্লান্তি অনুভব করেন এবং ৯৩ শতাংশ রোগী তাদের ‘সার্বিক অভিজ্ঞতা’ ভালো বলে জানিয়েছে।

মাইক্রোসফট ছাড়া স্বাস্থ্য খাতের জন্য এ ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল সরবরাহ করছে অনেক প্রতিষ্ঠান। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো কীভাবে গুগলের মেডিকেল এআই সেবা ব্যবহার করছে, তা গুগল ক্লাউডের এক ব্লগ পোস্টে উল্লেখ করা হয়েছে। উদাহরণস্বরূপ, তারা রোগীর স্বাস্থ্যঝুঁকি চিহ্নিত করতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এআই এজেন্ট তৈরি করছে। তা ছাড়া ভারটেক্স এআই সার্চ হেলথকেয়ার পণ্যটির জন্য নিজস্ব মাল্টিমোডাল ইমেজ সার্চিং ফিচারও ব্যবহার করছে গুগল।

এই প্রযুক্তি স্বাস্থ্যসেবা খাতে আরও উন্নত সেবা ও রোগী ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

গত বছর ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) স্বাস্থ্য খাতে জেনারেটিভ এআই ডিভাইসগুলোর জন্য কিছু পরামর্শ প্রকাশ করে। সেখানে প্রযুক্তির অনেক সম্ভাব্য সুবিধা তুলে ধরা হয়েছিল। তবে একই সঙ্গে মডেলগুলো ভুল তথ্য তৈরি করতে পারে, এমন ঝুঁকির কথাও উল্লেখ করা হয়। গত বছর এক গবেষণায় দেখা গিয়েছিল, কিছু ক্ষেত্রে ‘নাম্বলা’ নামের মেডিকেল ট্রান্সক্রিপশন সফটওয়্যারে এই সমস্যা ছিল। এটি ওপেনএআই হুইপার মডেলের ওপর ভিত্তি করে তৈরি করা হয়।

মাইক্রোসফট জানিয়েছে, তারা নির্ভরযোগ্য এআই ডিজাইন তৈরির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং ড্রাগন কো-পাইলটের ক্ষমতাগুলো একটি নিরাপদ ডেটার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এটি স্বাস্থ্য খাতের জন্য বিশেষভাবে ক্লিনিক্যাল, চ্যাট ও কমপ্লায়েন্স সুরক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছে, যাতে সঠিক ও নিরাপদ এআই আউটপুট নিশ্চিত করা যায়।

তথ্যসূত্র: দ্য ভার্জ

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি