হোম > প্রযুক্তি

হোয়াটসঅ্যাপের ভ্যারিফিকেশন ব্যাজের রং পরিবর্তন করছে মেটা 

সবুজ রঙের থিমের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। প্ল্যাটফর্মটির ভেরিফায়েড চ্যানেল ও বিজনেস অ্যাকাউন্টে সাধারণত সবুজ রঙের ব্যাজ দেখা যায়। তবে এবার সবুজের বদলে হোয়াটসঅ্যাপের ভেরিফায়েড অ্যাকাউন্টে নীল ব্যাজ বা টিক চিহ্ন যুক্ত হতে যাচ্ছে। 

হোয়াটসঅ্যাপের বিভিন্ন তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ডাব্লুএবেটাইনফোর প্রতিবেদনে বলা হয়, নতুন এই পরিবর্তন এখন অ্যান্ড্রয়েডের ২.২৪. ১৪.১৮ বেটা সংস্করণ ব্যবহারকারীরা দেখতে পারছেন। পর্যায়ক্রমে সব ব্যবহারকারীর জন্য ফিচারটি চালু করা হবে। প্রতিবেদনটিতে একটি স্ক্রিনশটও যুক্ত করা হয়েছে। স্ক্রিনশটে দেখা যায়, ভেরিফায়েড বিজনেস অ্যাকাউন্টের নামের ডান দিকে একটি নীল টিক চিহ্ন দেখা যাচ্ছে। 

 ২০০৯ সালে হোয়াটসঅ্যাপ চালু হয়। সে সময় থেকেই প্ল্যাটফরমটিতে সবুজ রং ব্যবহার হয়ে আসছে। চলতি বছরের শুরুর দিকে হোয়াটসঅ্যাপের ইউজার ইন্টারফেসে পরিবর্তন নিয়ে আসে মেটা। সে সময় সবুজ রঙের বিভিন্ন বর্ণ লোগোসহ পুরো অ্যাপে ব্যবহার করা হয়। নতুন নতুন আইকোনেও সবুজ রং ব্যবহার করা হয়। তবে এবারই প্রথম প্ল্যাটফরমটিতে নীল রং ব্যবহার করা হবে। ফেসবুক ও ইনস্টাগ্রামের ভ্যারিফাই পেজের সঙ্গে মিল রাখতে এই পরিবর্তন নিয়ে আসা হয়েছে বলে মনে করেন প্রযুক্তি বিশ্লেষকেরা। 

হোয়াটসঅ্যাপে প্রতিদিন ২৭০ কোটি ব্যবহারকারী সক্রিয় থাকেন এবং দিনে প্রায় ১০ হাজার কোটি মেসেজ আদান-প্রদান হয়। তাই এই প্ল্যাটফরমের ওপর বেশ গুরুত্ব দেয় মেটা। মেটার প্ল্যাটফরমগুলো ছাড়াও এক্সের (সাবেক টুইটার) মতো সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর ভ্যারিফিকেশন ব্যাজে নীল রং ব্যবহার করা হয়। এ জন্য ভ্যারিফিকেশন অ্যাকাউন্ট বলতে বেশির ভাগ মানুষ নীল টিককেই চেনে। হোয়াটসঅ্যাপের ভ্যারিফিকেশন অ্যাকাউন্টগুলোর প্রতি আরও আস্থা তৈরি হবে এই পরিবর্তনের মাধ্যমে। 

হোয়াটসঅ্যাপের পরিবর্তন সম্ভবত পরিচিতির একটি ডোজ হিসেবে কাজ করবে, যাদের নীল ব্যাজ রয়েছে, তাদের প্রতি আরও বেশি আস্থা প্রচার করবে। 

ভ্যারিফিকেশন ব্যাজ ছাড়াও হোয়াটসঅ্যাপের বিভিন্ন ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে হোয়াটসঅ্যাপ। প্ল্যাটফরমটিতে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ‘ইমাজিন মি’ নামে নতুন প্রযুক্তি যুক্ত করছে মেটা। এর মাধ্যমে নিজের ছবিই এআই দিয়ে ভিন্ন রূপে উপস্থাপন করা যাবে। বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে ব্যবহারকারীর ছবির সঙ্গে জুড়ে দেবে মেটার এআই। এই ছবি তৈরি ফিচারটি ডিফল্টভাবে চালু থাকবে না। এটি সেটিংস থেকে চালু করে নিতে হবে। 

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি