হোম > প্রযুক্তি

১০০ কোটি ডলার তহবিল বাড়িয়েছে টেসলা

মূলধন খরচের পরিকল্পনায় ১০০ কোটি ডলার তহবিল বাড়িয়েছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। গত সোমবারের (২৫ জুলাই) নিয়ন্ত্রক ফাইলিংয়ে নিজেদের দ্বিতীয় ‘সমন’ পাওয়ার বিষয়টি প্রকাশ করেছে টেসলা, যা ২০১৮ সালে কোম্পানির সিইও ইলন মাস্কের ‘গো-প্রাইভেট’ টুইট-সম্পর্কিত। 

চলতি বছর ও পরবর্তী দুই বছরের প্রতিটিতে ৬০০ থেকে ৮০০ কোটি ডলার খরচের পরিকল্পনা করছে টেসলা। আগে পরিকল্পনা ছিল ৫০০ থেকে ৭০০ কোটি ডলারের। এ ছাড়া টেক্সাস ও বার্লিনের নতুন দুই কারখানায় উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। জুন মাসে মাস্ক বলেছেন, করোনাকালীন বিধিনিষেধের কারণে চীনের বন্দরজনিত সমস্যা ও ব্যাটারি ঘাটতির কারণে উৎপাদন বাড়াতে ব্যর্থ হওয়ায় শত শত কোটি ডলার হারাচ্ছে ওই সব কারখানা। 

নিজের ‘গো-প্রাইভেট’ টুইট নিয়ে এসইসির করা এক মামলার নিষ্পত্তি করেছেন মাস্ক, যেখানে কোম্পানি-সম্পর্কিত বিভিন্ন তথ্য টুইট করার আগে আইনজীবীদের অনুমতি নেওয়ার শর্তে রাজি হয়েছিলেন তিনি।

টেসলা বলছে, তারা কর্তৃপক্ষকে সহযোগিতা করবে। এই প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হয়নি এসইসি। নভেম্বরে ওই মামলার নিষ্পত্তির বিষয়ে টেসলাকে প্রথমবার সমন পাঠায় তারা।

গত জুনে ইলন মাস্ক জানান, বিলিয়ন ডলার লোকসানের মুখে তাঁর প্রতিষ্ঠান। চীনের ব্যাটারির ঘাটতি ও সরবরাহ ব্যাহত হওয়ায় বিলিয়ন ডলার হারাচ্ছে জার্মানি ও যুক্তরাষ্ট্রে টেসলার নতুন কারখানাগুলো। চলতি বছরও করোনার কারণে লকডাউন ছিল চীনের বড় কয়েকটি এলাকায়। ফলে সাংহাইয়ে থাকা টেসলার বৃহৎ কারখানাটিতে নির্মাতাদের পক্ষে কাজ করা অনেকটা কঠিন হয়ে পড়ে। যে কারণেই বড় ধরনের আর্থিক সমস্যার মুখে পড়তে হয়েছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটিকে।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি