হোম > প্রযুক্তি

স্প্যাম–ভুয়া অ্যাকাউন্টের তথ্য না দিলে টুইটার কেনা বাতিল, মাস্কের হুমকি

টুইটার কর্তৃপক্ষকে অবশ্যই স্প্যাম ও ভুয়া অ্যাকাউন্টের বিষয়ে উপযুক্ত তথ্য দিতে হবে। তথ্য দিতে না পারলে টুইটার কেনার চুক্তি বাতিল করা হবে বলে হুমকি দিয়েছেন বিশ্বের এক নম্বর ধনী ব্যক্তিত্ব ইলন মাস্ক। সোমবার টুইটারকে পাঠানো এক চিঠিতে তিনি বলেছেন, স্প্যাম ও ভুয়া অ্যাকাউন্টের বিষয়ে তথ্য দিতে না পারলে তিনি টুইটার কেনার ৪৪ বিলিয়ন ডলারের চুক্তি থেকে সরে আসবেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, টুইটার তাঁকে তথ্য না দিয়ে স্পষ্টত চুক্তির বাধ্যবাধকতার স্পষ্ট লঙ্ঘন করেছে। এবং মাস্ক যে কোনো সময় এই চুক্তি বাতিলের অধিকার সংরক্ষণ করেন। ইলন মাস্কের আইনজীবী মাস্কের হয়ে ওই চিঠি পাঠিয়েছেন। 

এর আগে, চলতি বছরের মার্চেই ইলন মাস্ক বলেছিলেন তিনি টুইটার কেনার চুক্তি সাময়িকভাবে স্থগিত করেছেন। সেসময় তিনি বলেছিলেন, তিনি আশা করেন—টুইটার কর্তৃপক্ষ তাঁকে ভুয়া ও স্প্যাম অ্যাকাউন্টের বিষয়ে পর্যাপ্ত তথ্য দেবে। 

ইলন মাস্কের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘মাস্ক বিশ্বাস করেন, টুইটার স্পষ্টভাবে টুইটার একীভূতকরণ চুক্তির বাধ্যবাধকতা মেনে চলা প্রত্যাখ্যান করেছে। যার ফলে এই সন্দেহ আরও ঘনীভূত হয়েছে যে—প্রতিষ্ঠানটি (টুইটার) মাস্কের অনুরোধকৃত তথ্য আটকে দিয়েছে।’ 

মাস্কের হয়ে পাঠানো চিঠিতে বলা হয়, ‘মাস্ক আরও বিশ্বাস করেন যে—প্রতিষ্ঠানটি তাঁর তথ্য প্রাপ্তির অধিকারকে ইচ্ছাকৃতভাবে আটকে দিচ্ছে।’

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি