হোম > প্রযুক্তি

প্লাস্টিকখেকো ভাসমান কৃত্রিম দ্বীপ

মইনুল হাসান, ফ্রান্স

কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত একটি বিশাল কৃত্রিম দ্বীপ অচিরেই প্রশান্ত মহাসাগরে ভেসে বেড়াবে। শুধু তা-ই নয়, তার চলার পথে যেখানেই প্লাস্টিক বর্জ্য সামনে পড়বে তা পাকড়াও করবে এবং দ্বীপে থাকা কারখানায় সেই প্লাস্টিক বর্জ্য চূর্ণ করবে। পরে তা তীব্র চাপে সংকুচিত করে মূল দ্বীপের সঙ্গে যুক্ত করবে। এভাবেই ধীরে ধীরে আয়তনে বৃদ্ধি পাবে ভাসমান দ্বীপটি।

‘পলিমেরোপলিস’ নামের এই দ্বীপ নগরীতে আবাস হবে চার হাজার মানুষের। সেখানে থাকবে সব ধরনের অত্যাধুনিক সুযোগ-সুবিধা। বিদ্যুৎ, সুপেয় পানির জন্য কোথাও নোঙর ফেলতে হবে না। সাগরের জোয়ার-ভাটা, বাতাস আর সূর্যের আলোয় উৎপাদিত হবে বিদ্যুৎ, বিপুল নবায়নযোগ্য শক্তি। ‘বিপরীত অভিস্রবণ’ প্রযুক্তি ব্যবহার করে সমুদ্রের নোনা পানি থেকে উৎপাদিত হবে সুপেয় পানি। দূষণমুক্ত পরিবেশে শস্য, সবজি-তরকারি উৎপাদনের ব্যবস্থা থাকবে। ভাসমান দ্বীপের অধিবাসীদের আমিষ, অর্থাৎ প্রোটিনের চাহিদা মেটাতে দ্বীপের মাঝে সৃষ্টি করা কৃত্রিম হ্রদগুলোতে চাষ করা হবে নানান প্রজাতির মাছ। এক কথায় এ দ্বীপটিতে যাঁরা বসবাস করবেন, তাঁদের কারও মুখাপেক্ষী থাকতে হবে না। দ্বীপবাসী অনেকটাই স্বয়ংসম্পূর্ণ হবেন। প্লাস্টিক বর্জ্য পরিষ্কারকারী মহাসাগরে এমন ভাসমান দ্বীপের মহাপরিকল্পনা করেছেন দুজন স্থপতি, খোয়ান ম্যানুয়েল প্রিয়েটো ও ক্লারা ফোকাসিয়া। ইতিমধ্যে এই দ্বীপের নকশাও করা হয়ে গেছে। নকশা করেছে কৃত্রিম বুদ্ধিমত্তাশিল্পী ম্যাক্সি আরায়ার সহায়তায় মিডজার্নি। তবে এই প্রকল্পে কত খরচ পড়বে বা কোন কোন সংস্থা অর্থায়ন করবে, তা এখনো জানা যায়নি।

এমন পরিকল্পনার পেছনে সংশ্লিষ্টদের অকাট্য যুক্তি হলো, বৈশ্বিক তাপমাত্রা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। জমে থাকা মেরু অঞ্চলে হিমবাহ ও বরফ গলছে। সাগর, মহাসাগরের পানি বাড়ছে। আগামী বছরগুলোতে পানির নিচে হারিয়ে যাবে সাগরতীরের বহু জনপদ। আর তার সঙ্গে যোগ হয়েছে বিশ্বব্যাপী প্লাস্টিকদূষণ। প্লাস্টিকদূষণের কারণে পুরো পৃথিবী এখন মহা বিপর্যয়ের মুখোমুখি বলা চলে। মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিশেষজ্ঞ জেনা জ্যামবেক হিসাব করে বলে দিয়েছেন, প্রতিবছর ৮০ লাখ টন প্লাস্টিক বর্জ্য সমুদ্রে জমা হচ্ছে। ফলে জীববৈচিত্র্য যেমন মারাত্মক হুমকির সম্মুখীন এবং তেমনি মানুষের অস্তিত্বের প্রশ্ন এখন সামনে চলে এসেছে। আর সে কারণেই জাপান, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস, সৌদি আরব এবং আরও বেশ কিছু দেশ ভাসমান কৃত্রিম দ্বীপসহ পানিতে বসবাসের মেগা প্রকল্প হাতে নিয়েছে।  

জলবায়ু পরিবর্তন আজ নির্মম বাস্তবতা। এমন বাস্তবতার মোকাবিলায় উদ্ভাবন করতে হবে নতুন উপায়। সে ক্ষেত্রে পথ দেখাবে পলিমেরোপলিস নামের এই প্লাস্টিকখেকো ভাসমান কৃত্রিম দ্বীপ।  

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব