হোম > প্রযুক্তি

হ্যাকিংয়ের ঘটনা গোপন রাখায় উবারের সাবেক নিরাপত্তাপ্রধান দোষী সাব্যস্ত

হ্যাকিংয়ের ঘটনা গোপন রাখার অভিযোগে উবারের সাবেক নিরাপত্তাপ্রধান জোসেফ সালিভানকে দোষী সাব্যস্ত করা হয়েছে। প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চের এক প্রতিবেদন বলা হয়েছে, ২০১৬ সালে উবারের ৫ কোটি ৭০ লাখ চালক ও যাত্রীর তথ্য চুরির ঘটনা গোপন রাখার অভিযোগে গত বুধবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অধিভুক্ত সান ফ্রান্সিসকোর একটি ফেডারেল জুরি বোর্ড তাঁকে দোষী সাব্যস্ত করেছেন।

এর আগে ২০১৪ সালে উবার থেকে ৫০ হাজার গ্রাহকের তথ্য চুরির ঘটনায় নিজেদের সাইবার নিরাপত্তা বাড়াতে উবার ২০১৬ সালে জোসেফ সালিভানকে তাদের নিরাপত্তা কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছিল। জানা যায়, সালিভানকে উবারে নিয়োগ দেওয়ার কয়েক মাসের মাথায় হ্যাকাররা তথ্য চুরির ঘটনাটি ঘটায়।

এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত আইনজীবীরা জানান, ২০১৬ সালে তথ্য চুরির ঘটনা জানতে পারার পর সালিভান তা যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের কাছে গোপন রাখার পরিকল্পনা করেন। উল্লেখ্য, ফেডারেল ট্রেড কমিশন ২০১৪ সালের তথ্য চুরির ঘটনা তদন্তের দায়িত্বে ছিল।

এ ছাড়া সালিভান হ্যাকারদের সঙ্গে বাগ বাউন্টি বা প্রোগ্রামে সমস্যা খুঁজে বের করার নাম করে ১০ হাজার ডলারের একটি চুক্তি করেছিলেন, যাতে তারা হ্যাকিংয়ের ঘটনাটি জনসম্মুখে প্রকাশ না করে।

ওই ঘটনায় ২০১৭ সালে সালিভানকে উবার থেকে বরখাস্ত করা হয় এবং ২০২০ সালে তাঁর বিরুদ্ধে হ্যাকিংয়ের তথ্য গোপন রাখার অভিযোগ আনা হয়। ধারণা করা হচ্ছে, এই প্রথমবারের মতো হ্যাকিংয়ের কারণে উবার তাদের নিজেদের কোনো কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করল।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের হিন্ডস কাউন্টির আইনজীবীদের একটি সংস্থা জানায়, ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলের প্রযুক্তি সংস্থাগুলো ব্যবহারকারীদের কাছ থেকে বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করে থাকে। আমরা আশা করছি, ওই সংস্থাগুলো গ্রাহকদের তথ্যের নিরাপত্তা দেবে এবং কখনো যদি তথ্য চুরির মতো ঘটনা ঘটে, তবে তা যেন সঙ্গে সঙ্গে গ্রাহককে অবগত করে। 

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও