হোম > প্রযুক্তি

স্মার্ট টিভি ব্যবহারে সতর্কতা

কুহেলী রহমান

যুগ এখন স্মার্ট প্রযুক্তির। টেলিভিশনও এখন আর বোকা বাক্সে নেই। হয়েছে অনেক স্মার্ট। এখন টিভি হয়েছে ফ্ল্যাট ও স্লিম। এইচডির বাইরে এসেছে ফোর কে বা এইট কে সিস্টেম। ইন্টারনেটনির্ভর অনেক কিছু এখন একটি টিভি সেটে বসে করে ফেলা যায়। এত সবকিছু যখন একসঙ্গে, তখন সেই যন্ত্রটি ব্যবহারে কিছু সতর্কতাও মেনে চলতে হয়।

প্রথমে যা করবেন

  • স্মার্ট টিভিতে কোনো ক্যামেরা বা মাইক্রোফোন আছে কি না, খেয়াল করুন। ক্যামেরা ও মাইক্রোফোনসহ টিভি সেট যদি কিনেই ফেলেন, তবে এগুলো বন্ধ করুন।
  • সেটিংসে নতুন পাসওয়ার্ড ঠিক করুন।
  • যতটা সহজ আপডেট করা সম্ভব, ততটাই সহজ রাখুন আপডেট-প্রক্রিয়া।
  • বাড়ির ওয়াই-ফাই নতুন করে দিয়ে স্মার্ট টিভির সঙ্গে যুক্ত করুন। 

যেসব বিষয়ে সতর্ক হবেন

  • স্মার্ট টিভিতে ইন্টারনেট সংযুক্ত করে বিভিন্ন ধরনের কাজ করা যায়। মনে রাখতে হবে, আপনার স্মার্ট টিভিও হ্যাকারদের দখলে যেতে পারে। সে জন্য নিরাপদ ইন্টারনেট ব্যবহার করতে হবে। 
  • ইলেকট্রিক্যাল ডিভাইস বিস্ফোরণের প্রধান কারণ ভোল্টেজের তারতম্য। তাই বাইরে বজ্রপাতের সময় বা ঘরে ভোল্টেজের তারতম্য দেখলে টিভি বন্ধ রাখুন।
  • বৈদ্যুতিক সংযোগ নড়বড়ে হলে তা ঠিক করে টিভি চালান।
  • টিভির সার্কিটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্যাপাসিটর। খারাপ মানের ক্যাপাসিটর ব্যবহার করলে টিভির বিস্ফোরণের আশঙ্কা তৈরি হয়। তাই নিয়মিত টিভির যন্ত্রাংশ পরীক্ষা করুন।
  • বাড়ির ওয়্যারিংয়ে সমস্যা থাকলে টিভি ও অন্যান্য ইলেকট্রিক্যাল ডিভাইসে সমস্যা দেখা দিতে পারে। বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে যেকোনো সময়। তাই ওয়্যারিং নিয়মিত চেক করুন। 
  • টিভির সুইচ বন্ধ না করে রিমোট থেকে টিভি বন্ধ করার অভ্যাস ত্যাগ করুন। টিভি দেখা শেষে অবশ্যই টিভির সুইচ বন্ধ করে রাখুন। 
  • টিভিতে সামান্যতম সমস্যা মনে হলে দ্রুত সার্ভিসিংয়ে দিন।
  • স্মার্ট টিভিতে কোনোভাবে পানির স্পর্শ যেন না লাগে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। তাই স্যাঁতসেঁতে দেয়ালে স্মার্ট টিভি লাগাবেন না এবং পরিষ্কারের সময় কোনোভাবেই পানি ব্যবহার করবেন না।

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব