যুগ এখন স্মার্ট প্রযুক্তির। টেলিভিশনও এখন আর বোকা বাক্সে নেই। হয়েছে অনেক স্মার্ট। এখন টিভি হয়েছে ফ্ল্যাট ও স্লিম। এইচডির বাইরে এসেছে ফোর কে বা এইট কে সিস্টেম। ইন্টারনেটনির্ভর অনেক কিছু এখন একটি টিভি সেটে বসে করে ফেলা যায়। এত সবকিছু যখন একসঙ্গে, তখন সেই যন্ত্রটি ব্যবহারে কিছু সতর্কতাও মেনে চলতে হয়।
প্রথমে যা করবেন
যেসব বিষয়ে সতর্ক হবেন