হোম > প্রযুক্তি

ট্রাম্পকে টুইটারে ফিরিয়ে আনলেন মাস্ক

প্রযুক্তি ডেস্ক

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়ার কথা জানালেন টুইটার ও টেসলার প্রধান ইলন মাস্ক। সংবাদ সংস্থা এএফপি জানায়, মাস্কের ভোটিং পোলে ট্রাম্পের সপক্ষে বেশি ভোট পড়ায় ফের সক্রিয় হচ্ছে সাবেক প্রেসিডেন্টের টুইটার অ্যাকাউন্টটি।

এর আগে ট্রাম্পের বন্ধ করে দেওয়া টুইটার অ্যাকাউন্ট পুনরায় চালু করা যায় কি না, সে বিষয়ে পোল (অনলাইন ভোট) চালু করেন ইলন মাস্ক। স্থানীয় সময় শুক্রবার বিকেলের দিকে তিনি এই পোল চালু করেন। ফলাফলে ৫১ দশমিক ৮ শতাংশ ‘হ্যাঁ ভোট’ পড়ে।

রোববার (২০ নভেম্বর) ভোরে এক টুইটে মাস্ক জানান, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ফিরে আসবে আবার। মাস্ক লিখেছেন, ‘মানুষ তাদের মতামত জানিয়েছেন। ট্রাম্প আবার টুইটারে ফিরছেন।’ সেই সঙ্গে ল্যাটিন একটি বাক্যও লিখেছেন মাস্ক। ‘ভক্স পপুলি, ভক্স ডেই’। এর অর্থ—‘মানুষের কণ্ঠস্বরই ঈশ্বরের কণ্ঠস্বর’।

গত বছরের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে যে দাঙ্গা হয়, তাতে উসকানি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প—এমন অভিযোগ উঠেছিল। ট্রাম্পের একাধিক উসকানিমূলক টুইটে দাঙ্গা আরও বড় আকার নিয়েছিল, এই অভিযোগে টুইটার থেকে নিষিদ্ধ করা হয় ডোনাল্ড ট্রাম্পকে। তবে গত অক্টোবরে ইলন মাস্ক আনুষ্ঠানিকভাবে টুইটারের মালিকানা অধিগ্রহণের পর জানিয়েছিলেন, ডোনাল্ড ট্রাম্পসহ টুইটার থেকে ব্যান করা একাধিক বিশিষ্ট ব্যক্তির অ্যাকাউন্ট ফিরিয়ে আনা হবে কি না, সে বিষয়ে পুনর্বিবেচনা করা হবে।

এদিকে টুইটারে আর ফিরবেন না বলে জানিয়েছেন ট্রাম্প। শনিবার তিনি বলেন, ‘ইলন মাস্ক আমাকে টুইটারে ফেরাতে পোল করছে, এর জন্য আমি অভিভূত। তবে আমি টুইটারে ফিরছি না।’ টুইটারে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার পর ‘ট্রুথ সোশ্যাল’ নামে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম চালু করেছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। সেখানেই থাকবেন বলে জানিয়েছেন তিনি।

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের