সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়ার কথা জানালেন টুইটার ও টেসলার প্রধান ইলন মাস্ক। সংবাদ সংস্থা এএফপি জানায়, মাস্কের ভোটিং পোলে ট্রাম্পের সপক্ষে বেশি ভোট পড়ায় ফের সক্রিয় হচ্ছে সাবেক প্রেসিডেন্টের টুইটার অ্যাকাউন্টটি।
এর আগে ট্রাম্পের বন্ধ করে দেওয়া টুইটার অ্যাকাউন্ট পুনরায় চালু করা যায় কি না, সে বিষয়ে পোল (অনলাইন ভোট) চালু করেন ইলন মাস্ক। স্থানীয় সময় শুক্রবার বিকেলের দিকে তিনি এই পোল চালু করেন। ফলাফলে ৫১ দশমিক ৮ শতাংশ ‘হ্যাঁ ভোট’ পড়ে।
রোববার (২০ নভেম্বর) ভোরে এক টুইটে মাস্ক জানান, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ফিরে আসবে আবার। মাস্ক লিখেছেন, ‘মানুষ তাদের মতামত জানিয়েছেন। ট্রাম্প আবার টুইটারে ফিরছেন।’ সেই সঙ্গে ল্যাটিন একটি বাক্যও লিখেছেন মাস্ক। ‘ভক্স পপুলি, ভক্স ডেই’। এর অর্থ—‘মানুষের কণ্ঠস্বরই ঈশ্বরের কণ্ঠস্বর’।
এদিকে টুইটারে আর ফিরবেন না বলে জানিয়েছেন ট্রাম্প। শনিবার তিনি বলেন, ‘ইলন মাস্ক আমাকে টুইটারে ফেরাতে পোল করছে, এর জন্য আমি অভিভূত। তবে আমি টুইটারে ফিরছি না।’ টুইটারে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার পর ‘ট্রুথ সোশ্যাল’ নামে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম চালু করেছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। সেখানেই থাকবেন বলে জানিয়েছেন তিনি।