হোম > প্রযুক্তি

আইফোনের তথ্য হ্যাকার গোল্ডডিগার

প্রযুক্তি ডেস্ক

‘গোল্ডডিগার’ শব্দটির সঙ্গে প্রযুক্তি বিশ্বের লোকজনের পরিচয় সাম্প্রতিক সময়ে। সম্প্রতি এই নামে এক বিরল ভাইরাসের আক্রমণের শিকার হওয়ার পর আইফোন ব্যবহারকারীদের মধ্যে শব্দটি পরিচিত হয়ে উঠেছে। আইওএস অপারেটিং সিস্টেমকে টার্গেট করেছে এই ভাইরাস। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান গ্রুপ-আইবি বলছে, প্রথম এটি শনাক্ত করা হয় ভিয়েতনামে।

আইফোনের তথ্য সুরক্ষায় পাসওয়ার্ডের চেয়েও শক্তিশালী ও জনপ্রিয় ফিচার ধরা হয় ফেস আইডিকে। কিন্তু এটি ভেঙে সম্প্রতি গোল্ডডিগার নামে একটি নতুন ম্যালওয়্যার আইফোনের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই ম্যালওয়্যার দিয়ে আইফোনে থাকা বিভিন্ন আর্থিক অ্যাপ থেকে কৌশলে অর্থ ও তথ্য চুরি করে নিচ্ছে সাইবার অপরাধীরা। এমনকি মোবাইল ফোনের এসএমএস সিস্টেম নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে এই ভাইরাস।

এটি এশিয়া প্যাসিফিক অঞ্চলের ব্যবহার করা আইফোনে দেখা গেছে। গত বছর গোল্ডডিগার নামের এ ভাইরাসটির আক্রমণের শিকার হয়েছিল অ্যান্ড্রয়েড স্মার্টফোন। এই ভাইরাস তৈরি করতে ডিপফেকের মতো এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই ডিপফেক ডকুমেন্ট ও এসএমএসের ডেটা ব্যবহার করে ডিভাইসে থাকা ব্যাংকিং অ্যাপের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। জানা গেছে, টেস্ট ফ্লাইট অ্যাপের মাধ্যমে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। ডেভেলপারদের পরীক্ষা-নিরীক্ষা করার জন্য নতুন ফিচারগুলো এই অ্যাপে দেওয়া হয়। তবে আশার কথা, অ্যাপল দ্রুত ভাইরাসটি সরিয়ে ফেলে এবং ব্যবহারকারীদের ফোন নিরাপদ রাখতে কাজ শুরু করেছে।

সূত্র: গ্যাজেটস ৩৬০, গিজমো চায়না

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব