হোম > প্রযুক্তি

মেটার অ্যাপে মানুষের ব্যক্তিগত তথ্যের ঝুঁকি যাচাই করবে এআই

আজকের পত্রিকা ডেস্ক­

এভাবে আপডেটের গতি অনেক বাড়বে বলে মনে করছে মেটা। ছবি: সংগৃহীত

মেটার ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপসহ অন্য জনপ্রিয় অ্যাপের আপডেটের সময় ব্যবহারকারীদের গোপনীয়তার ঝুঁকি মূল্যায়নে এবার দায়িত্ব নিতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সিস্টেম। এআই ব্যবস্থাটি কোম্পানির মোট আপডেটের ৯০ শতাংশ পর্যন্ত মূল্যায়নের কাজ করতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এনপিআর।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ সালে ফেসবুক (বর্তমানে মেটা) ও যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের (এফটিসি) মধ্যে হওয়া এক চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটিকে তাদের পণ্যের গোপনীয়তা মূল্যায়ন বাধ্যতামূলকভাবে করতে হয়। এত দিন এই মূল্যায়ন মানুষ বা বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত হলেও, এখন থেকে এই কাজের বড় একটি অংশ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা।

নতুন এই এআই-চালিত ব্যবস্থায়, মেটার প্রোডাক্ট টিমগুলোকে শুরুতে তাদের প্রকল্প সম্পর্কে একটি ফর্ম বা প্রশ্নের উত্তর দিতে হবে। এরপর খুব দ্রুতই এআই তাদের জানিয়ে দেবে—এই আপডেটে কী ধরনের গোপনীয়তা ঝুঁকি থাকতে পারে এবং তা চালু করার আগে কী কী নিয়ম মেনে চলতে হবে।

এভাবে আপডেটের গতি অনেক বাড়বে বলে মনে করছে মেটা। তবে এনপিআরকে এক সাবেক নির্বাহী সতর্ক করে বলেন, এই ব্যবস্থা বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে। কারণ, কোন আপডেটের ফলে ক্ষতিকর প্রভাব পড়তে পারে—তা আগে থেকেই বুঝে প্রতিরোধ করা কঠিন হয়ে যাবে।

এনপিআরকে দেওয়া এক বিবৃতিতে মেটার কজন মুখপাত্র বলেন, ‘আমরা আমাদের প্রাইভেসি প্রোগ্রামে ৮ বিলিয়নের বেশি ডলার বিনিয়োগ করেছি এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষের শর্ত পূরণ করেই ব্যবহারকারীদের জন্য নতুন উদ্ভাবনী পণ্য নিয়ে আসতে প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি আরও বলেন, ‘ঝুঁকির ধরন যেমন পরিবর্তিত হচ্ছে, আমাদের প্রোগ্রামও পরিপক্ব হচ্ছে। আমরা ঝুঁকি চিহ্নিতকরণ, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করতে আমাদের প্রক্রিয়াগুলো উন্নত করছি। প্রযুক্তিকে ব্যবহার করছি কম ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তে ধারাবাহিকতা ও পূর্বানুমান যোগ্যতা আনতে, আর জটিল ও নতুন বিষয়ে মানুষই মূল্যায়ন করবেন।’

উল্লেখ্য, মেটা সম্প্রতি গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে বিভিন্ন তদন্ত ও সমালোচনার মুখে পড়েছে। এই প্রেক্ষাপটে এআই-নির্ভর মূল্যায়ন ব্যবস্থা নিয়ে উদ্বেগ যেমন বাড়ছে, তেমনি কোম্পানির পক্ষ থেকে এর কার্যকারিতা ও স্বচ্ছতার আশ্বাসও দেওয়া হচ্ছে।

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের