হোম > প্রযুক্তি

নতুন ‘সাশ্রয়ী’ প্যাকেজ আনছে নেটফ্লিক্স; থাকবে বিজ্ঞাপন

‘সাশ্রয়ী’ গ্রাহকসেবা দিতে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের সঙ্গে চুক্তি করেছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। বিবিসির প্রতিবেদনে জানা যায়, নেটফ্লিক্সের নতুন ‘সাশ্রয়ী’ এ প্যাকেজে দেখানো হবে বিজ্ঞাপন। নতুন প্যাকেজটির পাশাপাশি বিদ্যমান গ্রাহকসেবাগুলোও চালু থাকবে। তবে নতুন প্যাকেজে ক্রেতাদের কত খরচ করতে হতে পারে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

মাইক্রোসফটকে বৈশ্বিক বিজ্ঞাপন প্রযুক্তি এবং বিক্রয় অংশীদার হিসেবে নির্বাচনের খবর বৃহস্পতিবার (১৪ জুলাই) জানিয়েছে নেটফ্লিক্স। পাশাপাশি ‘কম খরচে বিজ্ঞাপন সমর্থিত গ্রাহকসেবা’ দেওয়ার কথা জানায় প্ল্যাটফর্মটি। নেটফ্লিক্সে দেখানো সকল বিজ্ঞাপন মাইক্রোসফটের প্ল্যাটফর্মের মাধ্যমে যাবে। 

এক বিবৃতিতে নেটফ্লিক্সের প্রধান পরিচালন কর্মকর্তা গ্রেগ পিটার্স বলেন, ‘আমাদের বিজ্ঞাপন সংক্রান্ত প্রয়োজন মেটানোর সক্ষমতা মাইক্রোসফটের আছে। বিজ্ঞাপন সমর্থিত নতুন সেবা দিতে আমরা একসঙ্গে কাজ করব।’

এদিকে নিজের প্ল্যাটফর্মে কখনোই বিজ্ঞাপন রাখতে চায়নি নেটফ্লিক্স, বরং মাসিক গ্রাহকসেবাকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল এর ব্যবসায়িক কাঠামো। গত এপ্রিলে এক দশকের মধ্যে প্রথমবারের মতো গ্রাহকসংখ্যা কমার খবর দিয়েছিল নেটফ্লিক্স। এর পর শেয়ার বাজারে বড় দরপতনের মুখে পড়ে স্ট্রিমিং প্ল্যাটফর্মটি। অনেকটা বাধ্য হয়েই নিজেদের নিয়ম ভাঙতে হচ্ছে প্ল্যাটফর্মটির সংশ্লিষ্টদের। সাবস্ক্রাইবার সংখ্যা কমার পরিপ্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা। 

একদিকে বিশ্ব অর্থনীতির অস্থিতিশীলতায় জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় নেটফ্লিক্সের প্যাকেজ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন গ্রাহকদের অনেকে। অন্যদিকে অ্যামাজন প্রাইম, এইচবিও ম্যাক্স, অ্যাপল টিভি এবং ডিজনি প্লাসের মতো প্ল্যাটফর্মগুলোর সঙ্গে কঠোর প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছে নেটফ্লিক্স। উদ্ভূত পরিস্থিতিতে ব্যবসা টিকিয়ে রাখতেই নতুন ‘সাশ্রয়ী প্যাকেজ’-এর পরিকল্পনা করেছে নেটফ্লিক্স। 

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব