হোম > প্রযুক্তি

এবার অপেরা ব্রাউজারে যুক্ত হচ্ছে চ্যাটজিপিটি

প্রযুক্তি ডেস্ক

সম্প্রতি নিজেদের ব্রাউজার এবং সার্চ ইঞ্জিনে চ্যাটজিপিটির প্রযুক্তি যুক্ত করে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। এআই প্রতিযোগীতার দৌড়ে টিকে থাকতে এবার নিজস্ব ব্রাউজারে চ্যাটজিপিটি চালিত টুল যোগ করছে অপেরা। টুলটি বিভিন্ন ওয়েব পেজ ও নিবন্ধের সারাংশ তৈরি করে দেবে।  

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ব্রাউজারের অ্যাড্রেস বারের ডানে থাকা ‘শর্টেন’ নামের বাটনে ক্লিক করার মাধ্যমে ব্যবহারকারী এই সুবিধা ব্যবহার করতে পারবেন। ক্লিক করার পর ব্রাউজারের বাম পাশে চ্যাটজিপিটি’সহ একটি সাইডবার উঠে আসবে, যা নিবন্ধ বা ওয়েব পেজের সারাংশ তৈরি করবে। 

অপেরা এমন আরও কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত ফিচার নিয়ে কাজ করছে, যা ক্রমান্বয়ে ব্রাউজারে যুক্ত হবে। এ ছাড়া, কোম্পানিটি ব্রাউজারের সাইডবারে এআই’র তৈরি বিভিন্ন  সেবা যোগ করার পরিকল্পনা করেছে। তবে ঠিক কী ধরনের সেবা যুক্ত কর হবে, তা এখনো জানা যায়নি। 

সম্প্রতি, ওপেনএআইয়ের তৈরি চ্যাটবট ‘চ্যাটজিপিটি’র প্রযুক্তি নিজেদের সার্চ ইঞ্জিন বিং-এ যুক্ত করেছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। গত ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক অনুষ্ঠানে সার্চ ইঞ্জিনটিতে চ্যাটবট যুক্তের ঘোষণা দেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা।

বিং সার্চ ইঞ্জিনের নতুন সংস্করণে উন্নত সার্চ ফলাফলের পাশাপাশি চ্যাটজিপিটির কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট ব্যবহারের সুবিধা থাকবে। চ্যাটবটে প্রশ্ন লিখলে সেগুলোর উত্তর দেখাবে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবটটি। চ্যাটবটটি নির্দিষ্ট বিষয়ে নিবন্ধ বা ই–মেইল লিখে দেওয়ার পাশাপাশি ওয়েবপেজে থাকা তথ্যের বিষয়বস্তু সংক্ষেপে উপস্থাপন করে দেবে। ব্যবহারকারী চাইলে বিভিন্ন তথ্য এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদও করে দেবে চ্যাটবট। 

সত্য নাদেলা বলেছেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি তথ্য অনুসন্ধান থেকে শুরু করে সব ধরনের সফটওয়্যার ব্যবহারে মৌলিক পরিবর্তন নিয়ে আসবে। এরই ধারাবাহিকতায় ‘বিং’ সার্চ ইঞ্জিন ও ‘এজ’ ব্রাউজারে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট যুক্ত করা হয়েছে।”

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি