হোম > প্রযুক্তি

অ্যান্ড্রয়েড ও আইফোনে সম্পূর্ণ পেজের স্ক্রিনশট নেবেন যেভাবে

অফিশিয়াল বা পড়ালেখার বিভিন্ন ডকুমেন্টস স্মার্টফোনে সংগ্রহ করে অনেকেই। তবে তাড়াহুড়ার সময় সেভ না করে বিভিন্ন ওয়েবসাইটের পেজ, পিডিএফ, ইমেইল ও মেসেজের স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আবার কোনো কোনো ক্ষেত্রে এসব কনটেন্টের পুরো পেজের স্ক্রিনশট নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। এ জন্য স্ক্রল করে একাধিকবার স্ক্রিনশট নেন স্মার্টফোনের ব্যবহারকারীরা। তবে ‘স্ক্রলিং স্ক্রিনশট’ ফিচারের মাধ্যমে সহজেই পুরো পেজের স্ক্রিনশট একেবারই নেওয়া যায়। 

একটি সাধারণ স্ক্রিনশটে ফোনের স্ক্রিনে যতটুকু দেখা যায়, শুধু তারই স্ক্রিনশট নেওয়া যায়। তবে স্ক্রলিং স্ক্রিনশটের মাধ্যমে পুরো পেজটি স্ক্রিনশট একেবারেই নেওয়া যায়। অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ডিভাইসেই স্ক্রলিং স্ক্রিনশট নেওয়া যায়। 

অ্যান্ড্রয়েড ফোনে স্ক্রলিং স্ক্রিনশট যেভাবে নেবেন
স্ক্রলিং স্ক্রিনশট নেওয়ার জন্য স্মার্টফোনের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১২ বা এর পরবর্তী সংস্করণের হতে হবে। 
১. যে ওয়েবপেজ, ডকুমেন্ট বা কনটেন্টের স্ক্রিনশট নিতে চান সেই পেজটিতে যান। 
২. সাধারণভাবে যেভাবে স্ক্রিনশট নেন সেইভাবে একটি স্ক্রিনশট নেবেন। (একই সঙ্গে ডিভাইসের পাওয়ার বাটন ও ভলিউম ডাউন বাটন চেপে ধরুন।) 
৩. স্ক্রিনশট তোলা হলে একটি স্ক্রিনশট প্রিভিউ উইন্ডো দেখা যাবে। সেখানে ‘ক্যাপচার মোর’ বা ‘স্ক্রল’ অপশন খুঁজে বের করুন। 
৪. ক্যাপচর মোর বা স্ক্রল বাটনে ট্যাপ করুন। এরপর নিম্নমুখী তীর চিহ্নতে ট্যাপ করুন ফলে নিচের দিকে স্বয়ংক্রিয়ভাবে নিচের দিকে স্ক্রল হবে বা নিজেই নিচের দিকে স্ক্রল করতে থাকুন। 
৫. প্রয়োজনমতো পেজের স্ক্রল করে স্ক্রিনশট নেওয়া শেষ হলে এরপর ‘সেভ’ বা ডাউন বাটনে ট্যাপ করুন। 
তবে অনেক পেজ বা অ্যাপ পুরো পেজের স্ক্রিনশট নেওয়ার অনুমতি দেয় না। সেসব পেজের ক্ষেত্রে ‘ক্যাপচার মোর’ বা স্ক্রল বাটনটি দেখা যাবে না। 

আইফোনে স্ক্রলিং স্ক্রিনশট নেবেন যেভাবে 
১. যে ওয়েবপেজ, ডকুমেন্ট বা কনটেন্টের স্ক্রিনশট নিতে চান সেই পেজটিতে যান। 
২. সাধারণ পদ্ধতিতে স্ক্রিনশট নিন। (একই সঙ্গে ডিভাইসের পাওয়ার বাটন ও ভলিউম ডাউন বাটন চেপে ধরুন।) 
৩. স্ক্রিনশটটির ‘প্রিভিউ উইন্ডো’ দেখা গেলে এতে দ্রুত ট্যাপ করুন। 
৪. ওপরের ডান দিকে থাকা ‘ফুল পেজ’ অপশনে ট্যাপ করুন। কনটেন্টটির পুরো এক পেজ থাকলে সেখানে এই অপশন দেখা যাবে। 
৫. এরপর নিচের দিকে স্ক্রল করতে থাকুন। ফলে যত দূর পর্যন্ত স্ক্রল করবেন ততটুকু স্ক্রিনশট নিতে পারবেন। 
৬. স্ক্রিনশট নেওয়া শেষ হলে বাম পাশের ওপরের ‘ডান’ অপশনে ট্যাপ করুন। পরবর্তীতে স্ক্রিনশট এডিট করতে ক্রপ অপশনটিও ব্যবহার করতে পারেন।

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি