ইন্টারনেটের এই যুগে রাউটার যে কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। বাসা-বাড়ি কিংবা অফিসে ওয়াই-ফাই দিয়ে কত বেশিসংখ্যক ডিভাইস কানেক্ট করা যায়, সে বিষয়টি খুব লক্ষ রাখতে হয়। সাধারণত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররাই নিজেদের বিবেচনা অনুযায়ী রাউটার দিয়ে থাকেন। তবে নিজে যা ব্যবহার করবেন তা নিয়ে স্পষ্ট ধারণা থাকলে কোনো কিছু কিনে আপনাকে ঠকতে হবে না।
যেভাবে ভালো রাউটার বেছে নেবেন