হোম > প্রযুক্তি

জিমেইল, গুগল ড্রাইভ ও ফটোজের স্টোরেজ মিলবে ১ ডলারের কমে

সাশ্রয়ী প্যাকেজে গুগল ওয়ানের জন্য ‘লাইট’ অফার ছাড়া হয়েছে। এই অফারের আওতায় মাসে ১ ডলারের কম খরচে জিমেইল, গুগল ড্রাইভ ও ফটোজের জন্য ৩০ জিবি স্টোরেজ মিলবে। আপাতত ভারতের ব্যবহারকারীরা এই সুযোগ পাচ্ছেন। ধারাবাহিকভাবে সবাই তা পাবেন।

জিমেইলসহ গুগল অ্যাকাউন্ট হোল্ডাররা এখন ১৫জিবি পর্যন্ত ক্লাউড স্টোরেজ বিনামূল্যে ব্যবহার করতে পারেন। এর অতিরিক্ত স্টোরেজ ব্যবহার করতে হলে প্ল্যান কিনে নিতে হয়। এর জন্য মাসে ন্যূনতম প্রায় ২ ডলার খরচ করতে হয়।

এখন গুগল ওয়ান সাবস্ক্রিপশনের অধীনে ৩টি প্ল্যান আছে— বেসিক ১০০জিবি, স্ট্যান্ডার্ড ২০০জিবি ও প্রিমিয়াম ২টিবি। এসবের দাম যথাক্রমে ১ দশমিক ৯৯ ডলার, ২ দশমিক ৯৯ ডলার ও ৯ দশমিক ৯৯ ডলার।

এবার ‘গুগল ওয়ান লাইট’ নামে নতুন একটি সাবস্ক্রিপশন প্ল্যান নিয়ে এসেছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। ফলে আরও কম খরচে কেনা যাবে তাঁদের ক্লাউড স্টোরেজ। লাইট সাবস্ক্রিপশনের অধীনে ব্যবহারকারীরা এবার ৩০জিবি স্টোরেজ কেনার সুযোগ পাবেন।

নতুন এই অফার গুগল ব্যবহারকারীদের কাছে পৌঁছতে শুরু করেছে। ইতোমধ্যেই ভারতে কেউ কেউ এই অফার পেয়েছেন। ভারতীয় মুদ্রায় ৩০জিবি স্টোরেজ কিনতে খরচ করতে হবে প্রতি মাসে ৫৯ রুপি বা প্রায় ৭০ সেন্ট অর্থাৎ ১ ডলারের কম।

ভারতীয় মুদ্রায় ১০০জিবি স্টোরেজের জন্য খরচ হয় ১৩০ রুপি (১.৯৯ মার্কিন ডলার)- যেটা ৩০জিবির চেয়ে সাশ্রয়ী হলেও ব্যবহারকারীদের অনেকের কাছেই ৫৯ রুপিতে ৩০জিবি- অফারটি অনেক বেশি আকর্ষণীয় মনে হতে পারে।

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের