হোম > প্রযুক্তি

বড় ধরনের সাইবার হামলার তথ্য পায়নি আইসিটি বিভাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে ১৫ আগস্ট ঘিরে সাইবার হামলার হুমকি ছিল আগে থেকেই। বিভিন্ন ওয়েবসাইটে কিছু হামলার ঘটনা ঘটলেও এগুলো বড় ধরনের হামলা নয় বলে জানিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। তবে এসব হামলা হুমকির অংশ কিনা তা নিশ্চিত নয় তারা। কিন্তু সাইবার হামলা যেকোনো সময় হতে পারে।

সাইবার হামলার সর্বশেষ তথ্য জানতে চাইলে আজ মঙ্গলবার সন্ধ্যায় তথ্য ও প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন আজকের পত্রিকাকে বলেন, ‘হামলার তারিখ দিলেও সেদিনই যে হবে এমনটি নয়। অন্য দিনও হতে পারে। তবে আমরা কোনো আশঙ্কাকে কখনোই উড়িয়ে দিই না। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে সবাইকে সতর্ক করেছি এবং এটি নিয়ে আমরা কাজ করছি।’ 

তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা বড় ধরনের কিছু পাইনি। সাইবার হামলা যেকোনো সময় হতে পারে। বিভিন্ন ওয়েবসাইটে ছোট ছোট হামলার ঘটনা ঘটেছে। তবে এগুলো সাইবার হামলার যে হুমকি ছিল তার অংশ কিনা তা জানা যায়নি।’ 

এ বিষয়ে ডিজিটাল সিকিউরিটি এজেন্সির (ডিএসএ) মহাপরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান বলেন, ‘আমরা সতর্ক করার পর রাষ্ট্রপতির কার্যালয়, নির্বাচন কমিশন ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এখন পর্যন্ত সাইবার নিরাপত্তা দল বা কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সার্ট) গঠন করেছে। বাকিরাও এটি করার চেষ্টা করছে।’ 

এ বিষয়ে তাগাদা দিয়ে আবার নতুন কোনো নির্দেশনা দেবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, একই বিষয়ে বারবার তাগাদা দেওয়ার তো প্রয়োজন নেই। তাদের সঙ্গে প্রতিনিয়ত সভা করছি। 

আবু সাঈদ মো. কামরুজ্জামান আরও বলেন, সাইবার হামলা একদিন বা দুই দিনের বিষয় নয়। এটি যে কোনো সময় হতে পারে। একটি গ্রুপ বলছে। কিন্তু না বলেও তো হামলা করতে পারত। এ জন্য সবাইকে সব সময় সতর্ক থাকতে হবে। 

এ দিকে সাইবার হামলার বিষয়ে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন মঙ্গলবার সংবাদ সম্মেলনে জানান, ‘সাইবার হামলার হুমকির পরিপ্রেক্ষিতে বিভিন্ন সরকারি ও ব্যাংকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। র‍্যাবও কিছু নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে। আমাদের আইটি বিশেষজ্ঞরা এটি নিয়ে কাজ করছেন। আমরা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।’ 

সাইবার হামলার হুমকি আসার পর গত ১০ আগস্ট বাংলাদেশ ব্যাংক সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে সতর্ক করে ১১ দফা নির্দেশনা দেয়। 

গত ৩১ জুলাই ভারতীয় হ্যাকার দল দাবি করে সাইবার হামলার হুমকি দেওয়া হয়। এর প্রেক্ষিতে গত ৩ আগস্ট এক বিজ্ঞপ্তিতে সার্ট জানায়, ১৫ আগস্ট বাংলাদেশে সাইবার হামলার হুমকি দিয়েছে একটি হ্যাকার দল। সেই হুমকির প্রেক্ষিতে ৯ আগস্ট সরকারের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর ২৯টি সংস্থাসহ অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করে আইসিটি বিভাগ। এতে সংস্থাগুলোকে সাইবার নিরাপত্তার জন্য বিশেষ টিম গঠন করতে বলা হয়। প্রতিষ্ঠানগুলোকে আইটি দুর্বলতা নিরীক্ষাও পরামর্শ দেওয়া হয় ওই বৈঠকে।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি