হোম > প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে ইভেন্ট পরিকল্পনার সুবিধা

হোয়াটসঅ্যাপের ‘কমিউনিটি’ ট্যাবের জন্য বেশ কয়েকটি ফিচার উন্মোচন করেছে মেটা। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপের বিভিন্ন কমিউনিটিতে ইভেন্ট তৈরি করা যাবে ও কমিউনিটি সদস্যদের আমন্ত্রণ করা যাবে। এ ছাড়া অ্যাডমিনের নির্দিষ্ট পোস্টে প্রতিক্রিয়া জানাতে পারবে কমিউনিটির সদস্যরা। 

নিজের হোয়াটসঅ্যাপ চ্যানেলে মার্ক জাকারবার্গ বলেন, ‘আপনি যতি হোয়াটসঅ্যাপের কমিউনিটির সঙ্গে যুক্ত থাকেন তাহলে গ্রুপে নতুন নতুন ইভেন্ট তৈরি করতে পারবেন ও অ্যাডমিনের ঘোষণাগুলোর রিপ্লাই দিতে পারবেন। আগামী কয়েক মাসের মধ্যে সব ডিভাইসে এই ইভেন্ট তৈরির সুযোগ দেওয়া হবে।’ 

২০২২ সালে কমিউনিটি ফিচার যুক্ত করে হোয়াটসঅ্যাপ। একটি কমিউনিটিতে ১০০টি ভিন্ন ভিন্ন গ্রুপ থাকতে পারে। বিনামূল্যে হোয়াটসঅ্যাপে যে কোনো ব্যবহারকারীরা কমিউনিটিগুলো তৈরি করতে পারেন। 

নতুন ফিচার মাধ্যমে কমিউনিটির যে কোনো সদস্য একটি ইভেন্ট তৈরি করতে পারবেন ও অন্যরা ইভেন্টে প্রতিক্রিয়া জানাতে পারবে। ইভেন্টগুলো গ্রুপের ইনফরমেশন পেজে দেখা যাবে। ইভেন্টের আমন্ত্রণ গ্রহণ করলে ব্যবহারকারীরা ইভেন্টের সময় একটি নোটিফিকেশন পাবে। 

নতুন আপডেটের মাধ্যমে থার্ড পার্টি অ্যাপ ছাড়াই হোয়াটসঅ্যাপে সরাসরি ইভেন্ট তৈরি করা হবে। 

নম্বর সেভ না করেই দ্রুত ফোনকলের জন্য ‘অ্যাপ ডায়ালার’ ফিচার নিয়েও আসছে হোয়াটসঅ্যাপ। ব্যস্ততার সময়ে ফিচারটি ব্যবহারকারীদের বেশি কাজে দেবে। ফোনের মতো অ্যাপ ডায়ালারে পছন্দের মতো নম্বর দিলেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করা যাবে। 

এই ফিচারে স্ক্রিনের নিচের দিকে ফোনের মতো টি৯ কিপ্যাড থাকবে ও সবুজ কালারের একটি ডায়াল বাটন থাকবে। ফিচারটি উন্মোচন করা হলে ফোনে নম্বর সেভ না থাকলেও যেকোনো নম্বরে কল করা যাবে। 

ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপের বিভিন্ন তথ্য প্রদানকারী ওয়েবসাইট ডাব্লুএবেটাইনফো। 

আবার ফোন নম্বরের সঙ্গে নোট যুক্ত করার ফিচার হোয়াটসঅ্যাপের ২.২৪. ৯.২৭ এর বেটা সংস্করণে দেখতে পাওয়া গেছে। যারা নোট তৈরি করেছে তারাই শুধু নোটগুলো দেখতে পারবে। সংশ্লিষ্ট নম্বর এই নোট দেখতে পারবে না। ফিচারটি মোবাইল অ্যাপ ও হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণের জন্য উন্মোচন করা হবে। 

তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি