হোম > প্রযুক্তি

ভারতের মুম্বাই ও দিল্লির অফিস বন্ধ করল টুইটার

ভারতের মুম্বাই ও দিল্লির অফিস বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মাইক্রো ব্লগিং সাইট টুইটার। এখন থেকে এ দুই অফিসের কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে টুইটার সদর দপ্তর।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ভারতে টুইটারের তিনটি অফিস ছিল। প্রতিষ্ঠানটির মালিক ইলন মাস্কের ব্যয় সংকোচন নীতির কারণে মুম্বাই ও দিল্লির অফিস বন্ধ করে দেওয়ার এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ভারতের প্রযুক্তির শহর খ্যাত বেঙ্গালুরুতে কার্যালয় চালু রেখেছে টুইটার। বেঙ্গালুরু শাখার অধিকাংশ কর্মীই প্রকৌশলী।

গত বছরের অক্টোবরে টুইটার অধিগ্রহণের পর অবিলম্বে কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত করেছিলেন ইলন মাস্ক। এর এক সপ্তাহ পরেই কোম্পানির মোট ৭ হাজার ৫০০ জন কর্মীর প্রায় অর্ধেকই ছাঁটাই করেন তিনি। মূলত কোম্পানিয় ব্যয় সংকোচনের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেন বলে জানান মাস্ক। 

গত বছরের শেষ দিকে বড় ধরনের কর্মী ছাঁটাই করেন মাস্ক। হিসাব অনুযায়ী, টুইটারে কর্মরত ভারতের ৯০ শতাংশ অর্থাৎ দুই শতাধিক কর্মী সেসময় ছাঁটাইয়ের শিকার হন। সবশেষ টুইটারের আয়ারল্যান্ড ও সিঙ্গাপুর অফিসের গ্রাহক সুরক্ষা দলের (ট্রাস্ট অ্যান্ড সেফটি টিম) ১২ জনের বেশি কর্মীকে ছাঁটাই করেছে প্রতিষ্ঠানটি।

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও