হোম > প্রযুক্তি

ওয়াই-ফাই ধীরে চললে কী করবেন

ফিচার ডেস্ক

ঘরের ইন্টারনেট হঠাৎ ধীরে চলতে শুরু করেছে। ভিডিও দেখতে গিয়ে বারবার থেমে যায়। অনেকে মনে করেন, সমস্যা রাউটার কিংবা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারে। কিন্তু সত্যি বলতে, সমস্যার পেছনে থাকতে পারে আপনার ঘরের সাধারণ জিনিসপত্র। আয়না, ধাতব ফার্নিচার, মাইক্রোওয়েভ, ব্লুটুথ ডিভাইস, এমনকি অ্যাকুয়ারিয়ামও ওয়াই-ফাই সিগন্যাল ব্লক করে। এতে গতি কমে যায় এবং সিগন্যালের কভারেজ সংকুচিত হয়।

সাধারণ জিনিস কীভাবে বাধা দেয়

  • আয়না ও ধাতব জিনিস: বড় আয়না বা ধাতব তাক সিগন্যালকে প্রতিফলিত বা শোষণ করে।
  • ব্লুটুথ ডিভাইস: অ্যালেক্সা, গুগল হোম বা অন্যান্য ব্লুটুথ ডিভাইস একই রকম ফ্রিকোয়েন্সিতে কাজ করে। রাউটার কাছে থাকলে সিগন্যাল ধীর হয়ে যায়।
  • মাইক্রোওয়েভ: রান্না করার সময় নির্গত হওয়া ওয়েভ ওয়াই-ফাইয়ের গতি কমিয়ে দেওয়ার কারণ।
  • অ্যাকুয়ারিয়াম বা পানিভর্তি ট্যাংক: পানি ওয়াই-ফাই সিগন্যাল শোষণ এবং বিভ্রান্ত করে।
  • ফার্নিচার: বড় ধাতব বা কাঠের ফার্নিচার সিগন্যাল বাধা দেয়।
  • দেয়াল ও দরজা: ঘন দেয়াল কিংবা বন্ধ দরজা ওয়াই-ফাই ব্লক করে।

সহজ সমাধান

এ ধরনের সমস্যার সমাধান করতে কোনো খরচের প্রয়োজন নেই। শুধু কিছু সহজ কাজ করলে যথেষ্ট। রাউটারকে মধ্যবর্তী, উঁচু ও খোলা জায়গায় রাখুন, দেয়াল বা কোনা থেকে দূরে। যেসব জিনিস সিগন্যালকে বাধা দিচ্ছে; যেমন আয়না, বড় ধাতব ফার্নিচার, ব্লুটুথ ডিভাইস, মাইক্রোওয়েভ, অ্যাকুয়ারিয়াম সেগুলো সরিয়ে নিন কিংবা রাউটার থেকে দূরে রাখুন।

এই ছোট পরিবর্তনগুলো আপনার ওয়াই-ফাই স্পিড, কভারেজ ও স্থিতিশীলতা বাড়াতে পারে। এতে ডাউনলোড দ্রুত হবে, স্ট্রিমিং মসৃণ হবে, গেমিং ল্যাগ মুক্ত থাকবে এবং ভিডিও কলও থাকবে বাধাহীন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

জাতীয় সোর্স কোড নীতিমালার খসড়া প্রকাশ

প্রবাসীরা ৬০ দিনের বেশি দেশে থাকলে মোবাইল ফোন নিবন্ধন করতে হবে

৭০০০ এমএএইচ ব্যাটারির ফোন এনেছে অপো

কর্মীদের ফোনের টেক্সট মেসেজ দেখতে পারবেন বস, গুগলের নতুন ফিচার

‘সোশ্যাল মিডিয়া নিষিদ্ধে শিশুদের নিরাপত্তাঝুঁকি আরও বাড়বে’, ব্যাখ্যায় যা বলল ইউটিউব

তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ

এআই বিশ্বে ধনী-দরিদ্র বৈষম্য আরও তীব্র করে তুলবে: জাতিসংঘ

টেলিটকের প্রযুক্তিগত বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন

খাওয়া যায় যে রোবট, পাওয়া যাচ্ছে বিভিন্ন স্বাদেরও

এ বছরের এগিয়ে থাকা গ্যাজেট