হোম > প্রযুক্তি

গুগল ডুডলে ‘বিশ্ব ধরিত্রী দিবস’

আজ বিশ্ব ধরিত্রী দিবস। ১৯৭০ সাল থেকে পরিবেশ-প্রকৃতি রক্ষায় দিবসটি পালিত হয়ে আসছে। এ বছর দিবসটির স্লোগান, ‘ধরিত্রী রক্ষায় বিনিয়োগ করো।’ এই দিনে একটি ডুডল প্রকাশ করেছে টেক জায়ান্ট ও বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল।

বিশ্বে প্রচলিত গুরুত্বপূর্ণ বিভিন্ন দিবস উপলক্ষে ডুডল প্রকাশ করে থাকে গুগল। বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষেও এর ব্যতিক্রম হয়নি। এবারের ‘ধরিত্রী দিবস উপলক্ষে’ গুগল ডুডলের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রতিচ্ছবি তুলে ধরেছে।

গডুডলের বর্ণনা দিয়ে গুগল জানিয়েছে, আজকের বিশ্ব ধরিত্রী দিবসে গুগল আর্থ আমাদের গ্রহজুড়ে জলবায়ু পরিবর্তনের বাস্তব সময়ের তুলনামূলক চিত্র তুলে ধরেছে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব এড়াতে টেকসই পদ্ধতিতে কাজ করা প্রয়োজন—এমনটিই ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে এই ডুডলের মাধ্যমে।

বিশ্ব ধরিত্রী দিবস-২০২২-এর ডুডলে গুগল ১৯৮৬ থেকে ২০২০ সাল পর্যন্ত আফ্রিকার কিলিমাঞ্জারো পর্বতচূড়ার হিমবাহের পরিবর্তন, ২০০০ থেকে ২০২০ সাল পর্যন্ত বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রীনল্যান্ডের সেরমারসুক হিমবাহের স্থান এবং অবস্থা পরিবর্তন, ২০১৬ সালের অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফের অবস্থা এবং ১৯৯৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত জার্মানির হার্জ ফরেস্টের তুলনামূলক পরিবর্তনের চিত্র তুলে ধরেছে। এর মাধ্যমে গুগল তুলে ধরার চেষ্টা করেছে—জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের গুরুত্বপূর্ণ স্থানগুলো কীভাবে বদলে গেছে।

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব