অনেক সময়ই আমরা এমন কিছু লেখা দেখি, যার ভাষা গুগলের ট্রান্সলেটর অ্যাপে টাইপ করে অনুবাদ করা কষ্টসাধ্য কাজ হয়ে পড়ে। তবে এখন সেই বিড়ম্বনা আর থাকছে না। এখন থেকে গুগলের ট্রান্সলেট অ্যাপ থেকে সরাসরি ব্যবহার করা যাবে গুগল লেন্স।
গুগল লেন্স এমন প্রযুক্তি, যার মাধ্যমে কোনো ছবি বিশ্লেষণ করে তা থেকে তথ্য সংগ্রহ করা হয়। এই সুবিধার ফলে গুগল ট্রান্সলেট ব্যবহারকারীরা যে কোনো লেখার ছবি তুলে তা সরাসরি অনুবাদ করতে পারবেন।
গুগল ট্রান্সলেট অ্যাপে প্রবেশ করলেই গুগল লেন্সের চিরচেনা ক্যামেরা আইকন পাওয়া যাবে। আইকনে ক্লিক করে ফোনের ক্যামেরা দিয়ে লেখার ছবি তুলতে হবে। এরপর তা নির্দিষ্ট ভাষায় অনুবাদ করে পড়া যাবে। ছবিতে থাকা লেখার অনুবাদের জন্য আপনি পছন্দমতো ভাষা নির্বাচন করতে পারবেন। অ্যান্ড্রয়েড এবং আইওএস – দুই অপারেটিং সিস্টেম থেকেই এই সুবিধা পাবেন ব্যবহারকারীরা।
এর আগে গুগলের হোমপেজে গুগল লেন্স ব্যবহারের সুবিধা ছিল। এর ফলে লেন্স আইকনে ক্লিক করার মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীরা শুধু টেক্সট দিয়ে নয় বরং কোনো একটি ছবি আপলোড করে বা ছবির লিংক পেস্ট করেও কোনো কিছুর খোঁজ করতে পারছেন।