হোম > প্রযুক্তি

বৈদ্যুতিক উড়োজাহাজ অ্যালিসের সফল উড্ডয়ন

প্রথমবারের মতো সফল উড্ডয়ন সম্পন্ন করেছে যাত্রীবাহী বৈদ্যুতিক উড়োজাহাজ অ্যালিস। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

স্থানীয় সময় মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে ওয়াশিংটনের গ্র্যান্ট কাউন্টি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসরায়েলি কোম্পানি অ্যাভিয়েশন এয়ারক্র্যাফট সফলভাবে অ্যালিসের উড্ডয়ন সম্পন্ন করে। পরিবেশবান্ধব জিরো এমিশনের এই উড়োজাহাজ আট মিনিটের উদ্বোধনী উড্ডয়নে ৩ হাজার ৫০০ ফুট উচ্চতায় পরিভ্রমণ করে বলে জানা গেছে। 

এ বিষয়ে অ্যাভিয়েশন এয়ারক্রাফটের প্রেসিডেন্ট ও প্রধান কার্যনির্বাহী গ্রেগরি ডেভিস সিএনএনকে জানান, ‘পিস্টন ইঞ্জিন থেকে টারবাইন ইঞ্জিন প্রযুক্তিতে পরিবর্তিত হওয়ার পর থেকে আমরা উড়োজাহাজের প্রপালশনে প্রযুক্তিগত তেমন কোনো পরিবর্তন দেখিনি। এর আগে সবশেষ পঞ্চাশের দশকে বিশ্ববাসী এমন নতুন কোনো প্রযুক্তিকে একসঙ্গে কাজ করতে দেখেছে।’ 

তিনি আরও বলেন, ‘অ্যালিসের এই সফল উড্ডয়ন আমাদের জন্য ইতিহাস হয়ে থাকবে।’ 

বৈদ্যুতিক গাড়ি বা মোবাইল ফোনের মতো একই ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করা এই বিমান ৩০ মিনিটের চার্জে ঘণ্টায় ৪৪০ নটিক্যাল মাইল পর্যন্ত উড়তে সক্ষম বলে জানিয়েছে অ্যাভিয়েশন এয়ারক্রাফট। 

 ৯ আসনের যাত্রীবাহী উড়োজাহাজটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২৮৭ মাইল বা প্রায় ৪৬২ কিলোমিটার, যেখানে যাত্রীবাহী উড়োজাহাজ বোয়িং ৭৩৭-এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫৮৮ মাইল। 

যাত্রীদের জন্য উন্মুক্ত করার আগে অ্যাভিয়েশন কর্তৃপক্ষ আরও দু-এক বছর তাদের পরীক্ষামূলক উড্ডয়ন চালু রাখবে বলে জানিয়েছে। ২০২৭ সাল নাগাদ উড়োজাহাজটি জনসাধারণের জন্য চালু করার আশাবাদ ব্যক্ত করেছে কোম্পানিটি। 

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব