চীন দেশটি থাকবে আর তাদের চমক থাকবে না, সেটা হয় না। সাড়াজাগানো অনেক প্রযুক্তিপণ্য আবিষ্কার বা তৈরির মতোই দেশটি এবার এআই-চালিত রোবট হাসপাতাল বানিয়ে চমকে দিয়েছে পুরো বিশ্বকে। চীনের সিনহুয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক তৈরি করেছেন ‘এজেন্ট হাসপাতাল’ নামের এই হাসপাতালটি। এটি বিশ্বের প্রথম এআই হাসপাতাল হিসেবে পরিচিত।
কী আছে এতে
এই এআই হাসপাতাল স্বাস্থ্যসেবা খাতে একটি বিশাল সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। হাসপাতালটি রোগনির্ণয়ের ব্যবস্থা উন্নত করবে। এটি রোগীর সর্বশেষ অবস্থাকে আরও নির্ভুল এবং স্বাস্থ্যসেবা পরিষেবাগুলো সহজ করবে। চিকিৎসকের ঘাটতি এবং ক্রমবর্ধমান স্বাস্থ্যসেবার ব্যয় কমানোর মতো চ্যালেঞ্জ মোকাবিলা করা এ হাসপাতালের প্রধান লক্ষ্য।
বিশ্বব্যাপী চিকিৎসাবিজ্ঞানের ক্ষেত্রে এজেন্ট হাসপাতাল একটি নতুন মান নির্ধারণে সাহায্য করবে বলে গবেষকদের ধারণা। এ হাসপাতালের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) চালিত বুদ্ধিমান এজেন্ট রোবটরা নিজেদের মতো মিথস্ক্রিয়া করতে সক্ষম। এখানে পরামর্শ এবং পরীক্ষার কক্ষ রয়েছে। ১৪ জন চিকিৎসক এজেন্ট বা রোবট এবং ৪ জন নার্সিং এজেন্ট রয়েছে এ হাসপাতালে।
চিকিৎসাবিজ্ঞানের বিশাল ভান্ডারকে কাজে লাগিয়ে এআই হাসপাতাল সাশ্রয়ী মূল্যে উচ্চমানের এবং সুবিধাজনক স্বাস্থ্যসেবা দিতে পারবে বলে ধারণা করা হচ্ছে। এ হাসপাতাল সংক্রামক রোগের বিস্তারের মতো চিকিৎসা পরিস্থিতির পূর্বাভাসও দিতে পারবে। বেইজিং-ভিত্তিক ‘গ্লোবাল টাইমস’কে সম্প্রতি এক সাক্ষাৎকারে এজেন্ট হাসপাতাল প্রকল্পের প্রধান লিউ ইয়াং বলেছেন, ‘এআই হাসপাতালের লক্ষ্য হলো, একটি সিমুলেটেড পরিবেশের মাধ্যমে চিকিৎসক এজেন্টদের প্রশিক্ষণ দেওয়া। যাতে এটি স্বশাসিতভাবে বিকশিত হতে পারে এবং রোগের চিকিৎসা করার ক্ষমতা উন্নত করতে পারে।’
যেখানে ভিন্ন তারা
এআই চিকিৎসক এজেন্ট রোবটগুলো চিকিৎসাবিষয়ক প্রশ্ন বোঝার এবং উত্তর দেওয়ার ক্ষেত্রে পারদর্শী। এআই চিকিৎসকেরা মার্কিন মেডিকেল লাইসেন্সিং পরীক্ষার মেডকিউএ ডেটাসেটে ৯৩ দশমিক শূন্য ৬ শতাংশ প্রশ্নের সঠিক উত্তর দিতে সক্ষম হয়েছে। এর মাধ্যমে এদের রোগনির্ণয় ও চিকিৎসাসেবা দেওয়ার ক্ষেত্রে সম্ভাব্য কার্যকারিতা প্রমাণিত হয়েছে।
চীনের তিয়ানজিন শহরে তৈরি করা হয়েছে এআই হাসপাতালটি। এখানে রোগীর যত্নের প্রতিটি ক্ষেত্রে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে একীভূত করা হয়েছে। প্রাথমিক রোগনির্ণয় থেকে শুরু করে চিকিৎসার পরিকল্পনা এবং ফলোআপ পর্যন্ত করার সিস্টেম রাখা হয়েছে হাসপাতালটিতে। রোগীদের সর্বোচ্চ মানের সেবা যাতে নিশ্চিত করা যায়, এআই সিস্টেমগুলোকে সেভাবে নকশা করা হয়েছে। এই হাসপাতাল সুনির্দিষ্ট এবং ব্যক্তিগত চিকিৎসাসেবা দেওয়ার ক্ষেত্রে মেশিন লার্নিং অ্যালগরিদম, উন্নত রোবোটিকস এবং ডেটা অ্যানালাইটিক ব্যবহার করছে।
বিশ্ব স্বাস্থ্যসেবায় প্রভাব
চীনের এআই এজেন্ট হাসপাতালের সাফল্য বিশ্বব্যাপী এআই চিকিৎসা খাতকে আরও উৎসাহিত করতে পারে। তবে অনেক গবেষক এমনও দাবি করেছেন, এআই চিকিৎসক রোগীদের সঙ্গে মানব চিকিৎসকের মতো সহানুভূতিশীল আচরণ দেখাতে পারবে না।