জিমেইলে আনসাবস্ক্রাইবের জন্য নতুন বাটন নিয়ে এসেছে গুগল। এর মাধ্যমে খুব সহজেই স্প্যাম ইমেইলসহ বিভিন্ন ধরনের প্রচারণামূলক ইমেইল পাওয়া বন্ধ করা যাবে। বাটনটিতে একটি ট্যাপের মাধ্যমে অবাঞ্ছিত ইমেইল থেকে মুক্তি পাওয়া যায়।
ফিচারটি চালু করার আগে প্রতিটি ইমেইলের ভেতরের একটি আনসাবস্ক্রাইব লিংকে ঢুকতে হতো। আর এতসংখ্যক ইমেইল থেকে আনসাবস্ক্রাইব করতে অনেক মূল্যবান সময় নষ্ট হয়। তবে খুব সহজেই নতুন ফিচারটির মাধ্যমেই স্প্যাম ইমেইল থেকে আনসাবস্ক্রাইব করা যাবে।
ডেস্কটপ ব্রাউজার ও স্মার্টফোন অ্যাপের মাধ্যমে জিমেইলের এই বাটন ব্যবহার করা যাবে।
১. ইমেইল খুলুন
যেই অ্যাড্রস থেকে আর ইমেইল পেতে চান না, সেই ইমেইল জিমেইল অ্যাপে খুলুন।
২. আনসাবস্ক্রাইব বাটন খুঁজে বের করুন
ইমেইলের ওপরে প্রেরকের তথ্যের কাছে আনসাবস্ক্রাইব বাটনটি দেখা যাবে। বাটনটিতে ট্যাপ করুন।
৩. আনসাবস্ক্রাইব করুন
আনসাবস্ক্রাইব বাটনে ট্যাপ করলে একটি পপ আপ দেখা যাবে। এতে আবার আনসাবস্ক্রাইব অপশনে ট্যাপ করুন। এর মাধ্যমে ওই প্রাপক থেকে আর কোনো ইমেইল আর জিমেইলে প্রবেশ করবে না।
তথ্যসূত্র: টমস গাইড