গত শুক্রবার রাশিয়ায় নতুন মিডিয়া আইন স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নতুন এই আইনে বলা হয়েছে, ভুয়া খবর ছড়ানো হলে পনেরো বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হবে। সে কারণেই দেশটিতে লাইভ-স্ট্রিমিং এবং ভিডিও আপলোড স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে টিকটক। গতকাল রোববার এ কথা জানিয়েছে চীনা মালিকানাধীন এই ভিডিও শেয়ারিং অ্যাপ।
প্রতিষ্ঠানটির এক টুইটার পোস্টের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ায় এই নতুন মিডিয়া আইন আমাদের পরিষেবায় খুব বাজে প্রভাব ফেলবে। তাই দেশটিতে লাইভ স্ট্রিমিং ও ভিডিও আপলোড স্থগিত করা ছাড়া তাদের বিকল্প কিছু ছিল না।
তবে এই প্ল্যাটফর্মের মেসেজিং পরিষেবা আগের মতোই থাকবে বলে জানিয়েছে টিকটক।
গত শনিবার মার্কিন সরকার রাশিয়ার এই নতুন আইনের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বলে জানিয়েছে রয়টার্স।