হোম > প্রযুক্তি

ফ্রি ওয়াইফাই সেবা নেওয়ার ক্ষেত্রে যে দিকে নজর রাখবেন

প্রযুক্তি ডেস্ক

ঢাকা: বর্তমান প্রজন্মকে অনলাইননির্ভর প্রজন্ম বললে সম্ভবত অত্যুক্তি হবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে সংযুক্ত থাকা থেকে শুরু করে পড়ালেখা বা জরুরি বিভিন্ন বিষয়ে অনলাইনের ওপর এই প্রজন্মের নির্ভরশীলতা অনেক বেশি। এর ইতি–নেতি নিয়ে অনেক বিতর্ক থাকলেও এটা অস্বীকারের উপায় নেই যে, ইন্টারনেট সংযোগ এখনকার দুনিয়ায় অতি জরুরি বিষয়ে পরিণত হয়েছে। এই চাহিদার কথা মাথায় রেখে আজকাল শিক্ষাপ্রতিষ্ঠান, বাস বা রেল স্টেশন, বিমানবন্দর, শপিংমলসহ বিভিন্ন গণপরিসরে ওয়াইফাই সুবিধা দেওয়া হয়। বিনা মূল্যে দেওয়া এই সেবা যেমন অনেক কিছু সহজ করে দিয়েছে, তেমনি তৈরি করেছে অনেক ঝুঁকিও। ফলে এই সেবা গ্রহণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন জরুরি। যেকোনো গণপরিসরে বিনা মূল্যে ওয়াইফাই সেবা নেওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলোর দিকে খেয়াল রাখা জরুরি—

  • পাবলিক ওয়াইফাই সব সময় ঝুঁকিপূর্ণ। তাই সতর্ক থাকতে হবে যেন ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকে। যেকোনো ডিজিটাল ডিভাইসই পাবলিক ওয়াইফাই চালু থাকলে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ল্যাপটপ, স্মার্টফোন, ট্যাবলেট ইত্যাদি তারহীন এই নেটওয়ার্কে সংযোগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।

  • অজানা ওয়াইফাই লিংকে ঢুকবেন না। অনেক সময় সাইবার অপরাধীরা ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়ার জন্য ওয়াইফাই লিংক পাঠায়।

  • জানার চেষ্টা করুন—যে ওয়াইফাই আপনি ব্যবহার করছেন, সেটি যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত কিনা। অনেক সময় কফিশপ বা হোটেলের ফ্রি ওয়াইফাই সেবার সঙ্গে মিলিয়ে ক্ষতিকর ওয়াইফাই লিংক পাঠানো হয়। যে প্রতিষ্ঠানে বা যে গণপরিসরে অবস্থান করছেন, তার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের সরবরাহ করা ওয়াইফাই কানেকশনের নাম ও আইপি ঠিকানা জেনে নিন।

  • সাইবার অপরাধীরা যাতে আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতে না পারে, সে জন্য ভিপিএন (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) ব্যবহার করা যেতে পারে। এটি আপনাকে ব্যক্তিগত টানেল সৃষ্টি করে সুরক্ষা দেবে।

  • ওয়েবসাইট সার্ফের ক্ষেত্রে সচেতন থাকুন। এমন অনেক ওয়েবসাইট আছে, যেগুলোয় সাইবার অপরাধীরা ওত পেতে থাকে। যেসব ওয়েবসাইটে আপনার পরিচয়, ই–মেইল ঠিকানা ও পাসওয়ার্ড এবং ব্যক্তিগত তথ্য চায়, সেগুলো এড়িয়ে চলুন। বিশ্বস্ত প্ল্যাটফর্ম ছাড়া ব্যক্তিগত তথ্য, বিশেষত আর্থিক তথ্য দেবেন না।

  • সোশ্যাল নেটওয়ার্কিং, অনলাইন শপিং ও অনলাইন ব্যাংকিং সাইটগুলোতে ঢুকতে পাবলিক ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করার চেয়ে ব্যক্তিগত ফোন ব্যবহার করা ভালো।

  • সাইবার হামলার হাত থেকে সব সময় আপনার ডিভাইসকে সুরক্ষিত রাখার চেষ্টা করুন। এ জন্য অ্যান্টিভাইরাস ব্যবহার করতে পারেন। অ্যান্টিভাইরাস আপনার পাবলিক ওয়াইফাই নেটওয়ার্ককে সাইবার অ্যাটাকমুক্ত রাখতে সাহায্য করবে।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি