ঢাকা: বর্তমান প্রজন্মকে অনলাইননির্ভর প্রজন্ম বললে সম্ভবত অত্যুক্তি হবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে সংযুক্ত থাকা থেকে শুরু করে পড়ালেখা বা জরুরি বিভিন্ন বিষয়ে অনলাইনের ওপর এই প্রজন্মের নির্ভরশীলতা অনেক বেশি। এর ইতি–নেতি নিয়ে অনেক বিতর্ক থাকলেও এটা অস্বীকারের উপায় নেই যে, ইন্টারনেট সংযোগ এখনকার দুনিয়ায় অতি জরুরি বিষয়ে পরিণত হয়েছে। এই চাহিদার কথা মাথায় রেখে আজকাল শিক্ষাপ্রতিষ্ঠান, বাস বা রেল স্টেশন, বিমানবন্দর, শপিংমলসহ বিভিন্ন গণপরিসরে ওয়াইফাই সুবিধা দেওয়া হয়। বিনা মূল্যে দেওয়া এই সেবা যেমন অনেক কিছু সহজ করে দিয়েছে, তেমনি তৈরি করেছে অনেক ঝুঁকিও। ফলে এই সেবা গ্রহণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন জরুরি। যেকোনো গণপরিসরে বিনা মূল্যে ওয়াইফাই সেবা নেওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলোর দিকে খেয়াল রাখা জরুরি—