হোম > প্রযুক্তি

বিশ্বজুড়ে শতাধিক সন্তানের জনক টেলিগ্রামের সিইও পাভেল

বিশ্বজুড়ে শতাধিক সন্তানের জনক টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পাভেল দুরভ। গত শনিবার (২৪ আগস্ট) প্যারিসের উত্তরে অবস্থিত লা বুরজে বিমানবন্দরে গ্রেপ্তার হওয়ার পর এমন তথ্য সামনে আসল। 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

রুশ বংশোদ্ভূত ৩৯ বছর বয়সী ধনকুবেরকে টেলিগ্রাম অ্যাপ সম্পর্কিত একটি অপরাধে জড়িত থাকার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে বলে বলে জানা যাচ্ছে। গ্রেপ্তারের পর থেকেই তাকে নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। তাঁর সম্পর্কে নানা গুজব প্রচলিত আছে। এগুলোর মধ্যে অন্যতম তিনি শতাধিক সন্তানের পিতা। 

মঙ্গলবার সিএনএনের এক প্রতিবেদনে ‘রাশিয়ার ইলন মাস্ক’ নামে পরিচিত পাভেলের জীবনের নানা জানা-অজানা তথ্য উঠে এসেছে। তার সঙ্গে বিশ্লেষকেরা মার্ক জাকারবার্গের কারিগরি জ্ঞান ও প্রাচুর্য, জ্যাক ডরসের উদ্ভট জীবনযাপন ও ইলন মাস্কের স্বাধীনতাকামী কার্যকলাপের মিল খুঁজে পান। সঙ্গে মাস্কের মতো তিনিও অসংখ্য সন্তান জন্মদানের ধারণায় বিশ্বাসী। 

জুলাইতে পাভেল বলেন, তিনি গত ১৫ বছরে স্পার্ম ডোনেট করে শতাধিক সন্তানের পিতা হয়েছেন। টেলিগ্রামকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, তার সন্তানেরা ১২টি দেশে ছড়িয়ে আছে। 

ব্লুমবার্গের দেওয়া তথ্য মতে, তার রয়েছে ৯১৫ কোটি ডলারের সম্পদ। ফ্রান্স, সংযুক্ত আরব আমিরাত ও রাশিয়াসহ অন্তত ৬-৭টি দেশের পাসপোর্ট রয়েছে তাঁর। বেশ কয়েকটি দেশে নিজের বাড়িও আছে পাভেলের। প্রায় এক দশক তিনি নির্দিষ্ট কোনো দেশ বসবাস না করেই কাটিয়েছেন। সরকারি নজরদারি এড়িয়ে ব্যক্তিগত স্বাধীনতা উপভোগ করেছেন। 

গত ২৪ আগস্ট ব্যক্তিগত বিমানে প্যারিসের লো বোর্গেট বিমানবন্দরে নামতেই ফরাসি পুলিশের হাতে গ্রেপ্তার হন পাভেল। টেলিগ্রাম অ্যাপকে অপরাধমূলক কাজে ব্যবহার থেকে আটকাতে ব্যর্থ হওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।

২০১৮ সালে রাশিয়া এই অ্যাপ নিষিদ্ধ করার পথে হাঁটে। অভিযোগ, টেলিগ্রাম অ্যাপের তথ্যভান্ডার রুশ প্রশাসনের হাতে তুলে দেওয়ার জন্য চাপ দেওয়া হয় পাভেলকে। সেই চাপের হাত থেকে বাঁচতে ২০১৪ সালে রাশিয়া ছাড়েন তিনি।

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি

ভারতে স্টারলিংকের মূল্য ফাঁস নিয়ে বিভ্রান্তি, বাংলাদেশের তুলনায় কম নাকি বেশি

হোলন আইকিউ ২০২৫: শীর্ষস্থানীয় ১০০ অ্যাডটেকে ৫ বাংলাদেশি স্টার্টআপ

ভূমিকম্পে প্রয়োজনীয় গ্যাজেট

এ বছরের সেরা ৫ গেম