হোম > প্রযুক্তি

অ্যাপল ঘড়ি বিক্রিতে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের আদালতে বহাল

পেটেন্ট নিয়ে বিরোধের জের ধরে অ্যাপল ঘড়ির দুটি মডেলের বিক্রির ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে যুক্তরাষ্ট্রের আদালত। এই মডেল দুটি হলো সিরিজ ৯ ও আলট্রা ২। রক্তে অক্সিজেনের মাত্রা পরিমাপের প্রযুক্তি চুরির অভিযোগ উঠেছে এই টেক জায়ান্টের বিরুদ্ধে।

এর আগে মামলা চলাকালীন সময়ে মডেল দুইটি বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের আদালত এই সিদ্ধান্তটি বাতিল করেছে বলে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে। এর ফলে অ্যাপলের ঘড়ি আমদানিতেও প্রভাব পড়েছে।

ঘড়িগুলোর বিক্রি অব্যাহত রাখতে রক্তের অক্সিজেন মাপার ফিচার সরিয়ে নেবে বলে জানিয়েছে অ্যাপল।

অ্যাপলের বিরুদ্ধে পেটেন্ট অধিকার লঙ্ঘন করার অভিযোগ তুলে চিকিৎসা প্রযুক্তি কোম্পানি মাসিমোর ও সেরকাকর। ওই অভিযোগের প্রেক্ষিতে গত অক্টোবরে কিছু ঘড়ির আমদানি ও বিক্রি নিষিদ্ধ করে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য কমিশন। এই রায় ডিসেম্বরের শেষের দিকে কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু অ্যাপল এই রায়ের বিরুদ্ধে আপিল করলে তা স্থগিত করা হয়। 

সিরিজ ৯ ও আলট্রা ২ সহ অ্যাপলের ঘড়ির বেশির ভাগ সংস্করণে ২০২০ সাল থেকে এই ফিচার অন্তর্ভুক্ত করা হয়। তবে শুধুমাত্র এসই মডেলে ফিচারটি নেই। 

এই আদেশ অনুযায়ী, রক্তে অক্সিজেনের মাত্রা পরিমাপের ফিচার সংবলিত ঘড়িগুলো যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টার পর থেকে আর আমদানি করা যাবে না।

ডিভাইসে পেটেন্ট লঙ্ঘন করার অভিযোগ নিয়ে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য কমিশনের দৃষ্টিভঙ্গির সঙ্গে দ্বিমত পোষণ করে অ্যাপল এক বিবৃতি বলেছে, আপিল মুলতবি থাকা পর্যন্ত এই সীমিত বাধাসহ গ্রাহকদের অ্যাপল ওয়াচের অ্যাকসেস নিশ্চিত করার সঙ্গে সঙ্গে রায় মেনে চলার জন্যও পদক্ষেপ নেওয়া হচ্ছে। 

এখন বিশ্বব্যাপী স্মার্টফোন বাজারে সিংহভাগের অংশীদার অ্যাপল, কারণ এটি ১২ বছরের মধ্যে প্রথমবারের মতো শীর্ষস্থান থেকে স্যামসাংকে হটিয়ে দিয়েছে ৷ এই সপ্তাহে প্রকাশিত ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশনের তথ্য অনুসারে, গত বছরে ফোনের বিক্রির এক পঞ্চমাংশেরও বেশি ছিল অ্যাপলের।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি