গুগল ক্রোমের ডেস্কটপ সংস্করণের ব্যাকগ্রাউন্ডে সাধারণত কিছু নির্দিষ্ট ছবি দেওয়া থাকে। গুগল সার্চ ইঞ্জিন চালু করলে সাধারণত সাদা রঙের ব্যাকগ্রাউন্ড দেখা যায়। তবে অনেকেই জানেন না এখানে ব্যবহারকারীরা নিজের পছন্দমতো ছবি দিতে পারবেন।
যেভাবে নিজের পছন্দমতো ছবি দেবেন-
কম্পিউটারে ক্রোম ব্রাউজার চালুর পর গুগল ট্যাবের নিচে ডান দিকে থাকা পেনসিলের মতো দেখতে ‘কাস্টমাইজ ক্রোম’ বাটন অপশনে ক্লিক করুন।
এখানে বেশ কিছু ব্যাকগ্রাউন্ড ছবি দেখতে পাবেন। এখানে ‘আপলোড ফ্রম ডিভাইস’ এ ক্লিক করে আপনার নিজের ছবি নির্বাচন করতে পারবেন। পছন্দের ছবি নির্বাচন করলেই ব্যাকগ্রাউন্ডে সেটি সেট হয়ে যাবে।