হোম > প্রযুক্তি

ডকুমেন্টস প্রিন্ট করুন অ্যান্ড্রয়েড মোবাইল ফোনেই

আবির আহসান রুদ্র

মোবাইল ফোনে আমরা প্রতিদিন অনেক সময় ব্যয় করি। যোগাযোগ, বিনোদন কিংবা কাজ সহজভাবে সম্পন্ন করতে হাতে থাকা মোবাইল ফোনটিই সবার আগে কাজে লাগে। অনেকে স্মার্টফোনেই বিভিন্ন ধরনের ফাইল বা ডকুমেন্টের কাজ সেরে নেন। তবে বিপত্তি হয় প্রিন্ট দিতে গিয়ে। আশার কথা হচ্ছে, ফাইল কম্পিউটারে না নিয়েও, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করে প্রিন্ট করে নেওয়া যাবে যেকোনো ধরনের ডকুমেন্ট।

মোবাইল ফোন বা ট্যাবলেট থেকে যেভাবে প্রিন্ট করবেন
মোবাইল ফোনে এমন অনেক অ্যাপ আছে, যেগুলোতে বিল্ট-ইন প্রিন্টের ব্যবস্থা আছে। আবার অ্যাপে বিল্ট-ইন প্রিন্টের ব্যবস্থা না থাকলেও সমস্যা নেই। মোবাইল ফোনের ফাইল ম্যানেজার থেকেও প্রিন্ট করা যাবে। এ জন্য স্মার্টফোন, ব্লুটুথ ফিচারসহ একটি প্রিন্টার দরকার হবে। পাঁচ বছর ধরে বাজারে যেসব প্রিন্টার এসেছে, প্রায় সব কটিতেই ব্লুটুথ ফিচার আছে।

»  যে ডকুমেন্ট প্রিন্ট করবেন, স্মার্টফোনে থাকা গুগল ড্রাইভ অ্যাপে সেটি খুলুন। 
»  এরপর মোবাইল ফোনের ঠিক ওপরের ডান দিকের তিনটি ফোঁটায় ক্লিক করুন। সেখানে বেশ কিছু অপশন দেখা যাবে।
»   স্ক্রল করে নিচের দিকে প্রিন্ট অপশনে ক্লিক করুন।
»   এখন নির্দিষ্ট প্রিন্টার খুঁজে নিন। পেপার সাইজ থেকে কোন আকৃতির কাগজে প্রিন্ট দেবেন, তা ঠিক করে দিন। শেষে প্রিন্ট অপশনে ক্লিক করে প্রিন্ট করে ফেলুন আপনার প্রয়োজনীয় কাগজপত্র।

এই পদ্ধতি অবলম্বন করে ট্যাব থেকেও ডকুমেন্ট প্রিন্ট করে নিতে পারবেন। আর মোবাইল ফোনের ফাইল ম্যানেজার থেকে প্রিন্ট করতে চাইলেও সমস্যা নেই। প্রায় একই পদ্ধতিতে কাজটি সেরে 
নেওয়া যাবে। প্রথমে ফাইল ম্যানেজারে ঢুকে আপনার ডকুমেন্টটি খুলুন। এরপর মেনু অপশন থেকে প্রিন্টে ক্লিক করুন। ব্যস, কম্পিউটারের ঝামেলা ছাড়াই হয়ে যাবে আপনার প্রিন্টের কাজ।

সূত্র: লাইফ হ্যাকার

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব