হোম > প্রযুক্তি

ব্যবসায় চ্যাটবট ঝুঁকিপূর্ণ, ব্যাংকে অননুমোদিত লেনদেনও সম্ভব

ব্যবসার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি চ্যাটবট ব্যবহারে সাইবার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে যুক্তরাজ্য। দেশটির কর্মকর্তারা বলছেন, চ্যাটবট বিভিন্ন ক্ষতিকর কাজে প্রলুব্ধ করতে পারে বলে গবেষণায় বেশি বেশি দেখা যাচ্ছে। এমনকি চ্যাটবটকে বিভ্রান্ত করে অননুমোদিত লেনদেনও সম্ভব।   

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, যুক্তরাজ্যের সাইবার নিরাপত্তা সেন্টার (এনসিএসসি) বুধবার প্রকাশিতব্য বেশ কয়েকটি ব্লগ পোস্টে এ বিষয়ে সতর্ক করেছে। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) নামে চ্যাটবটে মানুষের মতো কথোপকথন সৃষ্টিকারী অ্যালগরিদমের সঙ্গে সম্পর্কিত নিরাপত্তা সমস্যাগুলো সমাধানের চেষ্টায় রয়েছেন বিশেষজ্ঞরা। 
 

চ্যাটবটের মতো এআইভিত্তিক টুল ব্যবহার বাড়ার ফলে ইন্টারনেট সার্চ কমে গেছে এবং গ্রাহকসেবা ও কলসেন্টারে কর্মসংস্থান কমে গেছে। এসব মডেল ব্যবসার অন্যান্য উপাদান ও পরিষেবার সঙ্গে যুক্ত হলে নিরাপত্তার ঝুঁকি তৈরি করবে বলে এনসিএসসি সতর্ক করেছে।

চ্যাটবটগুলিকে ভুল নির্দেশনা দিয়ে টুলটির নিজস্ব সিস্টেমকে বোকা বানানোর উপায় খুঁজে পেয়েছে গবেষকেরা। উদাহরণস্বরূপ, ব্যাংকে কোনো এআই চ্যাটবট যুক্ত হলে হ্যাকার যথাযথ কাঠামোতে প্রশ্ন করে বিভ্রান্ত করে অননুমোদিত লেনদেন করতে পারবে। 

পরীক্ষামূলক সফটওয়্যার চালুর কথা উল্লেখ করে এনসিএসসি বলছে, যেসব প্রতিষ্ঠানে এলএলএম মডেলভিত্তিক এআই ব্যবহার করে পরিষেবা দেওয়া হয় তাদের সতর্ক থাকতে হবে। যেমন–বেটা ভার্সনে কোনো পণ্য বা লাইব্রেরি কোড ব্যবহারে সতর্কতা অবলম্বন করা হয়। এই টুলের ওপর পুরোপুরি ভরসা করা ঠিক হবে না। এই টুলটি যেন অননুমোদিত লেনদেন না করতে পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। 

বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তায় নিয়োজিত কর্তৃপক্ষ এলএলএমের উত্থানের সঙ্গে লড়াই করছে। যেমন ওপেন আইয়ের চ্যাটজিপিটি সেলস ও কাস্টমার কেয়ারের পরিষেবা দিতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হচ্ছে। এআইয়েরএ ধরনের ব্যবহার নিরাপত্তার বিষয়টিকে সামনে আনছে। 

যুক্তরাষ্ট্র ও কানাডার কর্তৃপক্ষ বলছে, হ্যাকাররা এ ধরনের প্রযুক্তিকে সাদরে গ্রহণ করছে।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি