হোম > প্রযুক্তি

হোয়াটসঅ্যাপের তিন ফিচার

ফিচার ডেস্ক

সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে এখন তুমুল জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। মেটার মালিকানাধীন এই মেসেজিং অ্যাপ নিত্যনতুন ফিচার আনছে ব্যবহারকারীদের জন্য। এবার তারা ভিডিও কলিং ফিচারকে আপডেট করে নতুন বৈশিষ্ট্য যোগ করেছে। ভিডিও কলিংয়ে গুগল মিট ও জুম থেকে এগিয়ে থাকতে হোয়াটসঅ্যাপ তিনটি নতুন ফিচার নিয়ে এসেছে।

হোয়াটসঅ্যাপের বেটা ভার্সনে অডিওসহ স্ক্রিন শেয়ারিং করার ফিচার থাকলেও সেটি অফিশিয়াল ছিল না। বন্ধুবান্ধব বা পরিবারের সঙ্গে যেকোনো ভিডিও দেখার জন্য আদর্শ একটি ফিচার এই স্ক্রিন শেয়ারিং। হোয়াটসঅ্যাপ এবার অফিশিয়ালি ফিচারটি লঞ্চ করছে ব্যবহারকারীদের জন্য। এতে অনেকের সঙ্গে সিনেমা বা কনটেন্ট শেয়ার করতে চাইলে ভিডিও কলে তা করা যাবে।

মিটিং বা সেমিনারে হোয়াটসঅ্যাপ থেকে ৩২ জন অডিও এবং ৮ জন ভিডিও কলে যুক্ত থাকতে পারে। হোয়াটসঅ্যাপের ভিডিও কলের বড় আপডেট হলো, শুধু কম্পিউটার বা মোবাইল ফোন নয়, যেকোনো ডিভাইসে এখন হোয়াটসঅ্যাপের ভিডিও কলে থাকতে পারবে ৩২ জন। অন্য ফিচারটি হলো, হোয়াটসঅ্যাপের ভিডিও কলে স্পিকারকে হাইলাইট করা যাবে। গ্রুপ ইন্টার-অ্যাকশনের সময় স্ক্রিনে স্পিকারকে প্রথম দেখা যাবে।

ইন্টারনেটের স্পিড কম হলেও যাতে ব্যবহারকারীদের কোনো সমস্যা না হয়, সেদিকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি হোয়াটসঅ্যাপ ভিডিও কলের গুণগত মান উন্নত করার দিকেও নজর দেওয়া হয়েছে। হাই স্পিড ইন্টারনেট ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের নতুন ফিচারগুলোয় অন্য রকম অভিজ্ঞতার মুখোমুখি হবে।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি