হোম > প্রযুক্তি

১ মাস পরে আবারও চালু হলো হাবল স্পেস টেলিস্কোপ

এক মাসের বেশি সময় বন্ধ থাকার পর আবার কার্যক্রম শুরু করেছে বিখ্যাত হাবল স্পেস টেলিস্কোপ। গত শুক্রবার অবজারভেটরিতে একটি ব্যাকআপ কম্পিউটারের সঙ্গে এ টেলিস্কোপের সংযোগ করতে সক্ষম হয় নাসার বিজ্ঞানীরা। আগের মতো হাবল ঠিকঠাক চলছে কি না তা খুঁটিয়ে দেখতে এর ওপর বিশেষ পর্যবেক্ষণ শুরু করেছে মহাকাশ গবেষণা সংস্থাটি।

মহাকাশের চমৎকার সব দৃশ্যের ধারক হাবল টেলিস্কোপ গত ১৩ জুন বন্ধ হয়ে যায়। প্রথমে বন্ধের কারণ জানতে হিমশিম খেতে হয় বিজ্ঞানীদের। এরপর তাঁরা পর্যবেক্ষণ করে দেখেন, মহাকাশযানের পাওয়ার কন্ট্রোল ইউনিটে (পিসিইউ) জটিলতা দেখা দেওয়ায় বন্ধ হয়ে যায় হাবল। একে ব্যাকআপ হার্ডওয়্যারে যুক্ত করে সমস্যার সমাধান করা হয়েছে। 

মহাকাশের বিচিত্র ও অনবদ্য ছবি তুলে বিখ্যাত হয়ে আছে হাবল স্পেস টেলিস্কোপ। হাবলের পাঠানো মহাকাশের এসব চিত্তাকর্ষক দৃশ্য ছড়িয়ে দেয় মুগ্ধতা। এই টেলিস্কোপ গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, ছায়াপথের দৃশ্য ধারণ করেছে, বহু দূরে থাকা কত-শত নক্ষত্রের জন্ম হতে দেখেছে; আবার তাদের মৃত্যুবরণ করতেও দেখেছে। খালি চোখে দেখতে না পাওয়া ছায়াপথের দৃশ্য এনে দিয়েছে বড় এবং পরিষ্কার করে। ধারণ করেছে ধূমকেতুর খণ্ড খণ্ড হয়ে যাওয়ার দৃশ্য।

‘হাবল একটি আইকন। তিন দশকের বেশি সময় ধরে মহাকাশের নান্দনিক সব ছবি পাঠিয়ে আসছে। হাবল টিমে থাকতে পেরে আমি গর্বিত।’ এমনটাই বলছিলেন মহাকাশ সংস্থা নাসার প্রধান বিল নেলসন। তাঁরা মনে করছেন, আরও বহু বছর হাবল ঠিকমতো কাজ করতে পারবে। যদিও এর কাজ সহজ করে দিতে আসছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি