হোম > প্রযুক্তি

ইনস্টাগ্রাম ও টিকটকের মতো যে ফিচার আনছে ইউটিউব

আজকের পত্রিকা ডেস্ক­

নির্ভরযোগ্য ক্রিয়েটরদের চ্যানেলে ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। ছবি: হেল্প ডেস্ক গিক

ইনস্টাগ্রাম ও টিকটকের মতো কোলাব ফিচার আনছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। এই ফিচারের মাধ্যমে ভিডিওতে সরাসরি কোলাবোরেটরদের ট্যাগ করা যাবে। ইউটিউবের হেল্প ফোরামে এ তথ্য জানান গুগলের এক কর্মী।

যখন দুই বা তার বেশি কনটেন্ট নির্মাতা (যেমন ইউটিউবার বা ইনস্টাগ্রামার) মিলে একটি ভিডিও বা পোস্ট তৈরি করেন, তখন সেটিকে কোলাবোরেশন বলা হয়। এতে উভয়ের নাম থাকে, এবং পোস্টটি দুজনের প্রোফাইলে দেখা যায়। এতে করে দুই অ্যাকাউন্টের দর্শক একে অপরের চ্যানেল খুঁজে পাবে। এই ফিচার সাবস্ক্রাইবার সংখ্যা বাড়াতে সাহায্য করে।

বর্তমানে সীমিত সংখ্যক নির্ভরযোগ্য ক্রিয়েটরদের চ্যানেলে ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। তবে ইউটিউব শিগগিরই এটি আরও বিস্তৃতভাবে চালু করার পরিকল্পনা করছে।

এ পর্যন্ত জনপ্রিয় ইউটিউবার মিস্টারবিস্টের একটি ভিডিওতে এই ফিচার দেখা গেছে। এতে তার সঙ্গে ছিলেন মার্ক রোবার, বেন আজেলার্ট ও দ্য স্টোক টুইনস।

ফিচারটির কার্যপ্রণালী ইনস্টাগ্রাম ও টিকটকের মতোই। মূল ক্রিয়েটরের নামের ওপর ক্লিক করলে একটি পপ-আপ খুলবে, যেখানে সব ট্যাগ করা কলাবোরেটরের নাম থাকবে এবং তাদের পাশে একটি করে সাবস্ক্রাইব বাটন দেখা যাবে।

তবে অন্যান্য প্ল্যাটফর্মের মতো ইউটিউবেও যে কেউ ইচ্ছামতো অন্যদের ট্যাগ করতে পারবেন না। বরং, ট্যাগ হওয়ার জন্য অপর পক্ষের সম্মতি প্রয়োজন হবে। অর্থাৎ, কোলাবোরটের হিসেবে তালিকাভুক্ত হওয়ার আগে সংশ্লিষ্ট ক্রিয়েটরকে আমন্ত্রণ গ্রহণ করতে হবে।

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব