স্টোরি শেয়ারিংয়ে নিদির্ষ্ট ফলোয়ার গ্রুপ তৈরির নতুন ফিচার আনছে ইনস্টাগ্রাম। প্ল্যাটফর্মটির প্রধান অ্যাডাম মোসেরি এক ঘোষণায় বলেন, স্টোরি শেয়ারের ক্ষেত্রে একাধিক অডিয়েন্সের তালিকা তৈরির সুবিধা নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করছে ইনস্টাগ্রাম। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেডটস নাও এর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
মোসেরি বলেন, একাধিক অডিয়েন্সের তালিকা তৈরির ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। ফিচারটি মাধ্যমে আরও ছোট গ্রুপের সঙ্গে স্টোরি শেয়ার করা যাবে। তাই ফলোয়ারদের সঙ্গে স্টোরি শেয়ারিংয়ের ক্ষেত্রে ব্যবহারকারীরা আরও নিয়ন্ত্রণ পাবে। যেসব ব্যবহারকারী ‘ক্লোজড ফ্রেন্ড’ ফিচার ব্যবহার করতে পছন্দ করে তারা একাধিক অডিয়েন্স লিস্ট তৈরি করে স্টোরি শেয়ার করতে পারবে।
বর্তমানে সব ফলোয়ার বা একটিমাত্র ফ্রেন্ড গ্রুপের সঙ্গে স্টোরি শেয়ার করার সুবিধা রয়েছে। ক্লোজড ফ্রেন্ড ফিচারটির মাধ্যমে নির্দিষ্ট কিছু বন্ধুদের গ্রুপ তৈরি স্টোরি শেয়ার করা যায়। তবে নতুন ফিচারের মাধ্যমে আরও একাধিক অডিয়েন্স লিস্ট তৈরি করা যাবে।
এই ফিচার ব্যবহারে গ্রাহকদের মতামত জানতে মোসেরি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোল তৈরি করেন। সেখানে দেখা যায়, ১০ হাজার ২০০ জন এই ফিচার ব্যবহারের আগ্রহ প্রকাশ করেন এবং ৪ হাজার ২০০ জন ব্যবহারকারী শুধুমাত্র ক্লোজ ফেন্ড্র ফিচার নিয়েই খুশি।