হোম > প্রযুক্তি

ইনস্টাগ্রামে নির্দিষ্ট ফলোয়ার গ্রুপে স্টোরি শেয়ার করা যাবে

স্টোরি শেয়ারিংয়ে নিদির্ষ্ট ফলোয়ার গ্রুপ তৈরির নতুন ফিচার আনছে ইনস্টাগ্রাম। প্ল্যাটফর্মটির প্রধান অ্যাডাম মোসেরি এক ঘোষণায় বলেন, স্টোরি শেয়ারের ক্ষেত্রে একাধিক অডিয়েন্সের তালিকা তৈরির সুবিধা নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করছে ইনস্টাগ্রাম। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেডটস নাও এর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। 

মোসেরি বলেন, একাধিক অডিয়েন্সের তালিকা তৈরির ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। ফিচারটি মাধ্যমে আরও ছোট গ্রুপের সঙ্গে স্টোরি শেয়ার করা যাবে। তাই ফলোয়ারদের সঙ্গে স্টোরি শেয়ারিংয়ের ক্ষেত্রে ব্যবহারকারীরা আরও নিয়ন্ত্রণ পাবে। যেসব ব্যবহারকারী ‘ক্লোজড ফ্রেন্ড’ ফিচার ব্যবহার করতে পছন্দ করে তারা একাধিক অডিয়েন্স লিস্ট তৈরি করে স্টোরি শেয়ার করতে পারবে। 

বর্তমানে সব ফলোয়ার বা একটিমাত্র ফ্রেন্ড গ্রুপের সঙ্গে স্টোরি শেয়ার করার সুবিধা রয়েছে। ক্লোজড ফ্রেন্ড ফিচারটির মাধ্যমে নির্দিষ্ট কিছু বন্ধুদের গ্রুপ তৈরি স্টোরি শেয়ার করা যায়। তবে নতুন ফিচারের মাধ্যমে আরও একাধিক অডিয়েন্স লিস্ট তৈরি করা যাবে। 

একাধিক অডিয়েন্সের তালিকা তৈরির ফিচারটি বর্তমানে কয়েকটি অঞ্চলে পাওয়া যাবে। ফিচারটির মাধ্যমে নিদির্ষ্ট কিছু ফলোয়ার যুক্ত করে কাস্টম তালিকা তৈরি করা যাবে। স্টোরি দেখার সময় তালিকায় অর্ন্তভুক্ত ফলোয়ারা সবুজ তারাযুক্ত আইকোন ও তালিকার নাম দেখতে পারবে। যদিও এরকম কয়টি তালিকা তৈরি করা যাবে, তার সংখ্যা জানানো হয়নি। 

এই ফিচার ব্যবহারে গ্রাহকদের মতামত জানতে মোসেরি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোল তৈরি করেন। সেখানে দেখা যায়, ১০ হাজার ২০০ জন এই ফিচার ব্যবহারের আগ্রহ প্রকাশ করেন এবং ৪ হাজার ২০০ জন ব্যবহারকারী শুধুমাত্র ক্লোজ ফেন্ড্র ফিচার নিয়েই খুশি।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি