হোম > প্রযুক্তি

সিঙ্ক হাতে টুইটার সদর দপ্তরে ইলন মাস্ক

অধিগ্রহণ চুক্তি নিয়ে আদালতের বেঁধে দেওয়া সময়ের ৪৮ ঘণ্টা বাকি থাকতেই টুইটার সদর দপ্তরে প্রবেশ করলেন ইলন মাস্ক। এ সময় হাতে ছিল একটি সিঙ্ক! ইলন মাস্ক নিজেকে পরিচয় দিয়েছেন নতুন ‘চিফ টুইট’ হিসেবে। এটি তিনি তাঁর অ্যাকাউন্টের বায়োতে যুক্ত করেছেন।

বিবিসির খবরে জানা যায়, স্যান ফ্রান্সিসকোয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের কার্যালয়ে সিঙ্ক হাতে প্রবেশের একটি ভিডিও টুইট করেছেন মাস্ক। ক্যাপশনে লিখেছেন, ‘এন্টারিং টুইটার হেডকোয়ার্টার–লেট দ্যাট সিঙ্ক ইন!’ 

সিঙ্ক হাতে টুইটার কার্যালয়ে প্রবেশের অন্তর্নিহিত অর্থ ব্যাখ্যা করেননি মাস্ক। তবে পরের এক টুইটে লিখেছেন, ‘আজ টুইটারে চমৎকার সব মানুষদের সঙ্গে দেখা হচ্ছে।’

 আদালতের রায়ে ২৮ অক্টোবরের মধ্যে টুইটার কেনার চুক্তি সারতে হবে বিশ্বের শীর্ষ ধনী ও গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান ইলন মাস্ককে। নতুন কোনো জটিলতা দেখা না দিলে ৪৪ বিলিয়ন ডলারেই সম্ভবত মাস্কের অধীনেই যাচ্ছে টুইটার।

এর আগে গত মে মাসে টুইটার কেনার চুক্তি থেকে সরে আসার চেষ্টা করেছিলেন ইলন মাস্ক। তিনি অভিযোগ করেছিলেন, বট এবং স্প্যাম অ্যাকাউন্টের সংখ্যা নিয়ে প্রতিষ্ঠানটি সঠিক তথ্য দিচ্ছে না টুইটার কর্তৃপক্ষ। এর পরিপ্রেক্ষিতে একে অপরের বিরুদ্ধে মামলা করে। চলতি মাসের শুরুর দিকে মাস্ক আবার সিদ্ধান্ত বদল করেন। মূল শর্তগুলো মেনেই তিনি টুইটার অধিগ্রহণ চুক্তিটি এগিয়ে নিয়ে যাবেন। 

এদিকে ইলন মাস্ক টুইটারের প্রায় সাড়ে ৭ হাজার কর্মী থেকে ৭৫ শতাংশ ছাঁটাইয়ের পরিকল্পনা করছেন, এমন খবর প্রকাশিত হয়। টুইটার কিনে নেওয়ার চুক্তিতে ‘সম্ভাব্য বিনিয়োগকারীদের’ কাছে এ বিষয়ে পরিকল্পনা তুলে ধরা হয় বলে জানায় মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। তবে টুইটারের মানবসম্পদ বিভাগের কর্মকর্তারা তাঁদের কর্মীদের জানিয়েছেন, এই মুহূর্তে কোনো ধরনের গণছাঁটাইয়ের পরিকল্পনা নেই। 

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব