হোম > প্রযুক্তি

চিপ প্ল্যান্ট তৈরিতে ৭ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে টিএসএমসি ও সনি

তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি) জাপানের সনি কোম্পানির সঙ্গে সে দেশে যৌথভাবে নতুন চিপ প্ল্যান্ট নির্মাণে ৭ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। গতকাল মঙ্গলবার টিএসএমসি এই ঘোষণা দেয়। এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে জাপান সরকার। এ ছাড়া আলাদা একটি ঘোষণায় সনি বলেছে, এই বিনিয়োগে তাঁরা ৫০ কোটি ডলার দেবে। 

গত মাসে জাপানের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, নতুন নির্মিত কারখানায় উৎপাদিত সেমিকন্ডাক্টরগুলো সনির ইমেজ সেন্সর ব্যবসায় ব্যবহার করা হবে। এ ছাড়া এই কারখানাটি ২০২৪ সালে উৎপাদন শুরু করবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় কোম্পানিগুলো। 

কোম্পানি দুটি বলছে, এই কারখানা নির্মাণের ফলে জাপানে প্রযুক্তি খাতে ১ হাজার ৫শ জন চাকরির সুযোগ পাবে। এ ছাড়া প্রতি মাসে এই কারখানায় ৪৫ হাজার ১২ ইঞ্চি সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন করা যাবে। একই সঙ্গে এই কারখানায় বৈশ্বিকভাবে চিপের চাহিদা মেটাতে ২২ ন্যানোমিটার ও ২৮ ন্যানোমিটার চিপ উৎপাদন করা হবে। 

আজ বুধবার জাপানের অর্থনৈতিক নিরাপত্তা মন্ত্রী তাকাইউকি কোবায়াশি এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তবে তিনি এ ক্ষেত্রে সরকারের কি ভূমিকা রয়েছে তা স্পষ্ট করে বলেননি। 

উল্লেখ্য, টিএসএমসি আগামী তিন বছরে বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর চিপ নির্মাণে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এ ছাড়া এই কোম্পানিটি যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় চিপ প্ল্যান্ট নির্মাণে ১২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। 

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি