হোম > প্রযুক্তি

অনলাইনে শেয়ারিংয়ের মাধ্যমে ভিডিও সম্পাদনার সুবিধা দেবে অ্যাডোবি

প্রযুক্তি ডেস্ক

একই ভিডিও এডিটিংয়ের কাজে একাধিক ব্যক্তি অংশ নিতে পারবেন। এই কাজটি করেছে বহুজাতিক সফটওয়্যার নির্মাতা অ্যাডোবি। ফলে, অনলাইনে শেয়ারিংয়ের মাধ্যমে ভিডিও সম্পাদনার সুবিধা দেবে গ্রাহকেরা। এটি অ্যাডোবি করবে ভিডিও সম্পাদনা প্রতিষ্ঠান ফ্রেম আইও এর মাধ্যমে। এ জন্য অ্যাডোবি ১২৭.৫ কোটি ডলারে ফ্রেম আইও কেনার ঘোষণা দিয়েছে। 

ফ্রেম আইও ব্যবহার করলে বারবার ফুটেজ যাচাই করা লাগবেনা। ফলে সময় খরচ কমবে গ্রাহকের। ভিডিও এডিটিংয়ের পুরো প্রক্রিয়াটিও সহজ করে আনে ওই সফটওয়্যার। 

ফ্রেম আইও ব্যবহার করে একই ভিডিও এডিটিংয়ের কাজে একাধিক ব্যক্তি অংশ সুযোগ থাকে। গ্রাহকদের এই ধরনের সুবিধা দেওয়ার  পরিকল্পনা অনেক আগে থেকেই ছিল অ্যাডোবির। এ জন্য ফ্রেম আইও সফটওয়্যার কিনে নিতে পারায় নতুন করে এ ধরনের সফটওয়্যার বানানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে অ্যাডোবি। 

অ্যাডোবি জানিয়েছে, ফ্রেম আইও সফটওয়্যারটির কাজের ধরন অনেকটা গুগল ওয়ার্কস্পেসের মতো। তারা আরও জানায়, ক্লাউডনির্ভর সফটওয়্যারটি ব্যবহার করে যে কেউ ভিডিও ফুটেজ এডিট করতে পারবেন, দেখতে পারবেন, কমেন্টও করা যাবে এতে। অনেকটা গুগল ড্রাইভ ফাইলের লিংক শেয়ার করার মতো কাজ করে এই পুরো প্রক্রিয়া। 

বাজারের অন্যান্য ভিডিও এডিটিং সফটওয়্যারের সঙ্গে সমন্বয়ের ফিচারও আছে এই সফটওয়্যারটিতে। অ্যাডোবির প্রিমিয়ার প্রো, অ্যাপলের ফাইনাল কাট প্রো এবং অ্যাভিড মিডিয়া কম্পোজার এর সঙ্গে কাজ করতে পারে ফ্রেম আইও। 

অ্যাডোবির প্রধান পণ্য কর্মকর্তা স্কট বেলস্কি, ফ্রেম আইও’র প্রতিষ্ঠাতা এমেরি ওয়েলস এবং সহ-প্রতিষ্ঠাতা জন ট্রেভার অ্যাডোবির হয়ে কাজ করবেন। তাঁরা এই পুরো প্রজেক্টটি দেখাশোনা করবেন। অ্যাডোবির এই নতুন সংযোজন ভিডিও সম্পাদনার ক্ষেত্রে গ্রাহকদেরকে নতুন মাত্রা দেবে বলে জানিয়েছে ভার্জসহ প্রযুক্তি বিষয়ক বেশ কয়েকটি পত্রিকা।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি