হোম > জীবনধারা > নো হাউ

ইনস্টাগ্রামে অপরিচিতদের মেসেজ আসা ঠেকাবেন যেভাবে

আজকের পত্রিকা ডেস্ক­

মেটার অন্যান্য পণ্যের মতোই ইনস্টাগ্রাম এখন এলিট ক্লাবে জায়গা করে নিয়েছে। ছবি: সিনেট

ইনস্টাগ্রামে ছবি এবং ভিডিও শেয়ার করার পাশাপাশি ডিরেক্ট মেসেজ (ডিএম) ফিচারের মাধ্যমে অনেকে একে অপরের সঙ্গে যোগাযোগ করেন। তবে কখনো কখনো অপরিচিত ব্যক্তিরাও ইনস্টাগ্রামে বার্তা পাঠায়, যা সরাসরি ইনবক্সে না গিয়ে ‘মেসেজ রিকোয়েস্ট’ নামে আলাদা একটি ফোল্ডারে জমা হয়। এর ফলে অনেক সময় অপ্রয়োজনীয় বা অস্বস্তিকর বার্তা এই ফোল্ডারে চলে আসে। ফলে অনেকে অনাকাঙ্ক্ষিত বার্তা, স্প্যাম পেতে পারেন বা হয়রানির শিকার হতে পারেন। এ পরিস্থিতিতে ইনস্টাগ্রামে নিরাপত্তা এবং ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্য অপরিচিতদের মেসেজ ঠেকানো জরুরি।

এসব কারণে মেসেজ ফোল্ডারেও বার্তা ঠেকানোর সুবিধা রেখেছে ইনস্টাগ্রাম। এই সুবিধা চালু করলে অপরিচিত ব্যক্তি বা ফলো না করা অ্যাকাউন্ট থেকে আপনাকে কেউ সরাসরি মেসেজ পাঠাতে পারে না। তাদের পাঠানো মেসেজ সরাসরি আপনার ইনবক্সে আসে না এবং মেসেজ রিকোয়েস্ট ফোল্ডারেও জমা হয় না। শুধু আপনি যাদের ফলো করেন, তারা আপনাকে মেসেজ পাঠাতে পারবে।

অপরিচিতদের কাছ থেকে মেসেজ আসা ঠেকাবেন যেভাবে

১. প্রথমে স্মার্টফোনে ইনস্টাগ্রাম অ্যাপ খুলুন।

২. এরপর ডান দিকের নিচের দিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।

৩. পরের পেজে ওপরের ডান দিকে থাকা তিনটি অনুভূমিক লাইনে ট্যাপ করুন। এর ফলে একটি মেনু চালু হবে।

৪. মেনুতে নিচের দিকে স্ক্রল করে ‘মেসেজেস অ্যান্ড স্টোরি রিপ্লাইস’ অপশনটি খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।

৫. এরপর ‘মেসেজ রিকোয়েস্ট’ অপশনে ট্যাপ করুন।

৬. এবার ‘আদারস অন ইনস্টাগ্রাম’ অপশনে ট্যাপ করুন।

৭. এখন ‘ডোন্ট রিসিভ রিকোয়েস্ট’ বাটনে ট্যাপ করুন।

এর ফলে ইনস্টাগ্রামে যাদের ফলো করেন না বা আপনাকে ফলো করে না, এমন অ্যাকাউন্ট থেকে মেসেজ রিকোয়েস্ট আসা বন্ধ হবে।

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের