হোম > প্রযুক্তি

ভুটান-বাংলাদেশের পর স্টারলিংক চালু হলো শ্রীলঙ্কায়

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

স্পেসএক্স পরিচালিত স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংক এখন শ্রীলঙ্কায় চালু হয়েছে। দক্ষিণ এশিয়ায় ভুটান ও বাংলাদেশের পর তৃতীয় দেশ হিসেবে এই পরিষেবা গ্রহণ করল শ্রীলঙ্কা। স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ও সিইও ইলন মাস্ক তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার) মাধ্যমে এই ঘোষণা দেন।

স্টারলিংকের রেসিডেনশিয়াল সংযোগের মাসিক মূল্য ১২ হাজার থেকে ১৫ হাজার শ্রীলঙ্কান রুপি এবং পোর্টেবল ‘রোম’ প্ল্যানের জন্য ১৫ হাজার থেকে ৩০ হাজার ১০০ শ্রীলঙ্কান রুপি। এককালীন হার্ডওয়্যার খরচ ৬০ হাজার ২০০ থেকে ১ লাখ ১৮ হাজার শ্রীলঙ্কান রুপি। এই দাম অন্যান্য দুই দক্ষিণ এশীয় দেশের তুলনায় প্রায় সমপরিমাণ।

২০২৪ সালের ১২ আগস্ট থেকে স্টারলিংককে পাঁচ বছরের জন্য ইন্টারনেট সেবা চালুর অনুমোদন দিয়েছে শ্রীলঙ্কা।

এদিকে চলতি বছরের মার্চ মাসের তথ্য অনুযায়ী, শ্রীলঙ্কায় মোট ২১ দশমিক ৫ মিলিয়ন মোবাইল ব্রডব্যান্ড সংযোগ রয়েছে, যেখানে দেশের নিয়ন্ত্রক কমিশন থ্রি-জি ও ফোর-জি সংযোগকে ব্রডব্যান্ড হিসেবে গণ্য করে। এ ছাড়া ২ দশমিক ৬ মিলিয়ন ফিক্সড লাইন ব্রডব্যান্ড সংযোগ রয়েছে।

ভারতের অন্যান্য প্রতিবেশী দেশগুলোর মধ্যে স্টারলিংক এখনো মিয়ানমার, নেপাল ও পাকিস্তানে নিয়ন্ত্রক অনুমোদনের জন্য অপেক্ষা করছে, তবে চীন বাদে সব দেশেই তারা পরিষেবা চালুর অপেক্ষায় রয়েছে।

উল্লেখ্য, গত ২০ মে দুটি প্যাকেজ নিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে (অফিশিয়ালি) কার্যক্রম শুরু করেছে স্টারলিংক। এই দুটি প্যাকেজ হলো স্টারলিংক রেসিডেনস ও রেসিডেনস লাইট। মাসিক খরচ একটি ৬০০০ টাকা, অপরটি ৪২০০ টাকা। তবে সেটআপ যন্ত্রপাতির জন্য ৪৭ হাজার টাকা এককালীন খরচ হবে। এখানে কোনো স্পিড ও ডেটা লিমিট নেই। ব্যক্তি ৩০০ এমবিপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন।

তথ্যসূত্র: এক্স ও দ্য হিন্দু

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি