হোম > প্রযুক্তি

শাওমির নতুন ফাস্ট চার্জিং প্রযুক্তি, ৫ মিনিটে ফুল চার্জ হবে ফোন

প্রযুক্তি ডেস্ক

সাম্প্রতিক সময়ে উন্মোচিত হওয়া প্রায় সব ফোনেই আছে ফাস্ট চার্জিং প্রযুক্তি। ফলে এক ঘণ্টারও বেশ কম সময়ে বেশির ভাগ স্মার্টফোনই পুরোপুরি চার্জ হয়। কিছুদিন আগেই ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি এনেছিল রিয়েলমি। যা তখনো পর্যন্ত ছিল সবচেয়ে দ্রুতগতির চার্জিং সুবিধা। তবে এবার শাওমি নিয়ে এসেছে ৩০০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি।

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত হচ্ছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি)। এ মেলায় নতুন এই ফাস্ট চার্জিং প্রযুক্তি প্রদর্শন করে শাওমি। এ বছর এমডব্লিউসি'তে বেশ কয়েকটি ফ্ল্যাগশিপ মোবাইল ও হিউম্যানয়েড রোবট নিয়ে হাজির হয় শাওমি।  

রেডমির নোট ১২ প্রো ডিসকভারি স্মার্টফোনের মোডিফাইড সংস্করণে এই প্রযুক্তি প্রদর্শন করে শাওমি। ফোনটিতে রয়েছে ৪ হাজার ১০০ এমএএইচ ব্যাটারি। রেডমির ওই মডেলটির আসল সংস্করণে অবশ্য ৪ হাজার ৩০০ এমএএইচ এর ব্যাটারি ব্যবহার করা হয়েছিল। মাত্র ২ মিনিট ১১ সেকেন্ডে ৫০ শতাংশ চার্জ হয় মোবাইল ফোনটি। পুরোপুরি চার্জ হতে সময় লেগেছে মোট পাঁচ মিনিট।

গত বছরের ডিসেম্বরে ২১০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি বের করেছিল শাওমির রেডমি। সম্প্রতি, স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি ফাস্ট চার্জিং স্মার্টফোন জিটি নিও ৫ বাজারে আনার ঘোষণা দেয়। ফোনটি দুটি সংস্করণে বাজারে আনা হবে। একটি ২৪০ ওয়াটে চার্জিং সমর্থন করবে এবং অন্যটি ১৫০ ওয়াটে চার্জিং সমর্থন করবে। ফোনটির ২৪০ ওয়াট চার্জিং সমর্থিত সংস্করণের ৪ হাজার ৬০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি মাত্র ৯ মিনিটেই সম্পূর্ণ রিচার্জ করা যাবে। 

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব