হোম > প্রযুক্তি

মেটা, গুগল ও এক্সের আপিল পর্যালোচনার জন্য সুপ্রিম কোর্টকে বাইডেন প্রশাসনের অনুরোধ

সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর কনটেন্ট নিয়ন্ত্রণের উদ্যোগ ঠেকাতে যুক্তরাষ্ট্রের দুই রাজ্যে রিপাবলিকান-সমর্থিত আইন পর্যালোচনা করতে সুপ্রিম কোর্টকে অনুরোধ জানিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।

আইনগুলির বিরুদ্ধে ফেসবুকের মালিক মেটা, গুগল ও এক্সসহ (টুইটার) প্রযুক্তি কোম্পানিগুলোর জোট নেটচয়েসের করা আপিল নিষ্পত্তির জন্য গ্রহণের অনুরোধ করা হয়েছে বলে রয়টার্স জানিয়েছ।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর আপত্তিকর কনটেন্ট নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে ‘অবৈধ সেন্সরশিপ’ আখ্যায়িত করে টেক্সাস ও ফ্লোরিডার রিপাবলিকান প্রশাসন এই আইন করেছে।

২০২১ সালে পাশ হওয়া আইনের সমর্থনকরা বলছেন, সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্মগুলো রিপাবিলকানদের বার্তা মুছে ফেলার চেষ্টা করছে। অন্যদিতে কনটেন্ট মডারেশনের সমর্থকরা বলছেন, মিথ্যা তথ্য প্রচার ও চরমপন্থীদের সমর্থনে প্রচার বন্ধ করতে এই উদ্যোগ।

নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে গিয়ে আইনটি কার্যকর করতে চায় ফ্লোরিডা রাজ্য। আর টেক্সাস এই আইন নিম্ন আদালত বহাল রাখলেও কিছু দিন আগে সুপ্রিম কোর্ট আইনটির বিরুদ্ধে রায় দিয়েছে। 

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এবিষয়ে এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্রের সংবিধানের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট বা প্রথম সংশোধনীতে মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষিত। তাই দুটি রাজ্যের এই আইন নিয়ে দ্বন্দ্ব পর্যালোচনার আইনি দাবি রাখে।

বিবৃতিতে আরো বলা হয়, সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম তৃতীয় পক্ষের বক্তব্যকে বাছাই, সম্পাদনা ও গুছিয়ে জনসম্মুখে প্রকাশ করার বিষয়টি সংবিধানের প্রথম সংশোধনীর মাধ্যমে রক্ষিত। ফার্স্ট অ্যামেন্ডমেন্ট প্ল্যাটফর্মের সম্পাদকীয় ক্ষমতা সুরক্ষিত করে এবং সরকারের ইচ্ছার বিরুদ্ধে কনটেন্ট প্রকাশে সরকারের জোরাজুরি নিষেধ করেছে বলে কোম্পানিগুলোর যে যুক্তি, তা আদালতে যাচাই হোক।

কোম্পানিগুলো বলছে, সম্পাদনার ক্ষমতা না থাকলে তাদের ওয়েবসাইটগুলোতে স্প্যাম, হয়রানি, চরমপন্থী ও ঘৃণামূলক বক্তব্য দিয়ে ভরে যাবে।

ফ্লোরিডার আইনে বড় প্ল্যাটফর্মগুলোতে এমন বক্তব্যও প্রকাশ বাধ্যতামূলক করা হয়েছে, যা সেন্সরশিপ ও রাজনৈতিক প্রার্থীদের বক্তব্য প্রচার থেকে নিষিদ্ধ রাখার নীতির বিরুদ্ধে। আর টেক্সাসের আইনে ব্যবহারকারীদের ‘দৃষ্টিভঙ্গির’ কারণে বক্তব্য সম্পাদন নিষিদ্ধ করা হয়েছে।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি