হোম > প্রযুক্তি

এক স্মার্টফোনে একাধিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করবেন যেভাবে

বিভিন্ন কারণে অনেকেই ইনস্টাগ্রামের একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে। এ জন্য একাধিক ডিভাইস ব্যবহারের বিষয়টি বিরক্তকর। তবে লগ আউট না করেই একটি স্মার্টফোনেই একাধিক অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ রয়েছে ইনস্টাগ্রাম। শুধুমাত্র একটি মাত্র ট্যাপেই এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে প্রবেশ করা যায়।

ফিচারটি ব্যবহারের আগে যেসব বিষয় খেয়াল রাখতে হবে 
অনেকেই ব্যক্তিগত ও পেশাগত কাজে আলাদা অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন। তাই প্রতিবার পোস্ট করার সময় ও কাউকে ফলো করার সময় খেয়াল রাখতে হবে আপনি কোন অ্যাকাউন্টটি ব্যবহার করছেন। তা না হলে না চাইতেও ব্যক্তিগত ছবি ও ভিডিও পেশাগত বা পাবলিক অ্যাকাউন্টে আপলোড হয়ে যেতে পারে। 

একাধিক অ্যাকাউন্ট যেভাবে যুক্ত করবেন 
১. স্মার্টফোনের ইনস্টাগ্রাম অ্যাপটি খুলুন। 
২. ডানপাশের নিচের দিকে প্রোফাইল ছবিতে ট্যাপ করুন ও নিজের প্রোফাইলে প্রবেশ করুন। 
৩. এরপর ডানপাশের ওপরে তিনটি অনুভূমিক লাইরে ট্যাপ করুন। এর ফলে সেটিংস ও প্রাইভেসি পেজ চালু হবে। 
৪. স্ক্রল করে একদম নিচের দিকে লগ ইন মেনু খুঁজে বের করুন। 
৫. ‘অ্যাড অ্যাকাউন্ট’ অপশন নির্বাচন করুন। 
৬. আরেক অ্যাকাউন্ট যুক্ত করতে ‘লগ ইনটু এক্সেসটিং অ্যাকাউন্ট’ অপশনে ট্যাপ করুন। অন্য কোনো অ্যাকাউন্ট না থাকলে নতুন অ্যাকাউন্ট তৈরি করুন। 
৭. এরপর সুইচ অ্যাকাউন্টে ট্যাপ করুন। এরপর ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটিতে লগ ইন করুন। 

এভাবে আরেকটি অ্যাকাউন্ট ইনস্টাগ্রামে যুক্ত হবে। পরবর্তীতে যেকোনো প্রোফাইলে লগ ইন ছাড়াই প্রবেশ করা যায়। এই প্রক্রিয়ায় একাধিক অ্যাকাউন্ট যুক্ত করা যাবে। 

লগ ইন ছাড়া যেভাবে অ্যাকাউন্ট পরিবর্তন করবেন 
১. স্মার্টফোনের ইনস্টাগ্রাম অ্যাপটি খুলুন। 
২. ডানপাশের নিচের দিকে প্রোফাইল ছবিতে ডাবল ট্যাপ করুন। দুটি অ্যাকাউন্ট থাকলে ডাবল ট্যাপ করলেই আরেকটি অ্যাকাউন্টে লগ ইন হবে। আর যদি দুইয়ের বেশি অ্যাকাউন্ট থাকে তাহলে একটি মেনু দেখা যাবে। সেখানে সবগুলো অ্যাকাউন্ট দেখাবে। সেইখান থেকে যেকোনো একটি অ্যাকাউন্ট নির্বাচন করা যাবে।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি