হোম > প্রযুক্তি

স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি স্মার্টফোন

প্রযুক্তি ডেস্ক, ঢাকা

যাঁরা অল্প টাকায় মোটামুটি মানের মোবাইল ফোন কিনতে চান, তাঁদের জন্য স্যামসাং আনছে ফিচার প্যাকড স্মার্টফোন। এর মডেল গ্যালাক্সি১৪ ৫জি। স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে ৫এনএম এক্সাইনস ১৩৩০ চিপসেট। এটি মোবাইল ফোনটিতে দেবে মসৃণ কর্মক্ষমতা এবং কার্যকরী পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম।

এই অক্টা-কোর প্রসেসর ২.৪ গিগাহার্টজ ক্লকস্পিডে চলবে। এতে  অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। থাকছে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস ইনফিনিটি ভি এলসিডি স্ক্রিন। এতে মিলবে ৯০ হার্টজ রিফ্রেশ রেট।  সর্বোচ্চ ৪ জিবি পর্যন্ত র‌্যাম এবং ৬৪ জিবি ও ১২৮ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ। এই স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টেরাবাইট পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। ফোনের নচে স্থান পেয়েছে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

স্যামসাং গ্যালাক্সি এম১৪-এর ব্যাকে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এখানে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার পাশাপাশি ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও ডেপথ সেন্সর রয়েছে। এই ক্যামেরা সর্বোচ্চ ফুল এইচডি ৩০এফপিএস ভিডিও রেকর্ড করতে পারে।

কানেকটিভিটির বিকল্প হিসেবে ফোনে থাকছে ডুয়েল-সিম স্লট, ৫জি ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.২, এনএফসি, ৩.৫ এনএম অডিও জ্যাক এবং জিপিএস। নিরাপত্তা দেওয়ার জন্য স্মার্টফোনটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারসহ এসেছে। এতে আছে ৬ হাজার এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্টের মাধ্যমে ২৫ ওয়াট দ্রুত চার্জিং সমর্থন করে। যদিও স্যামসাং তাদের এই নয়া ডিভাইসের রিটেইল বক্সে পাওয়ার অ্যাডাপ্টারটি বান্ডিল হিসেবে দিচ্ছে না। তাই ক্রেতাদের আলাদাভাবে চার্জার কিনতে হবে। এই ফোনের ওজন ২০৬ গ্রাম। এটি সিলভার, ব্লু ও ডার্ক ব্লু রঙে পাওয়া যাচ্ছে।

স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি স্মার্টফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ অপশনের দাম প্রায় ২০ হাজার টাকা আর ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম প্রায় ২৫ হাজার টাকা। 

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি

ভারতে স্টারলিংকের মূল্য ফাঁস নিয়ে বিভ্রান্তি, বাংলাদেশের তুলনায় কম নাকি বেশি