হোম > প্রযুক্তি

ফোনের লক স্ক্রিনেই দিক নির্দেশনা দেবে গুগল ম্যাপস

স্মার্টফোনের লক স্ক্রিনে দিক নির্দেশনা দেখার জন্য নতুন ফিচার নিয়ে এল গুগল। ‘গ্যালেন্সেবল ডাইরেকশন’ নামে ফিচারের ফলে ম্যাপ দেখতে বার বার স্ক্রিন খুলতে হবে না। লক স্ক্রিন থেকেই এক ঝলকে দিক নির্দেশনা মিলবে। গাড়ি চালানোর সময় ফিচারটি কাজে দেবে। 

গত একবছর থেকে ফিচারটি নিয়ে আসার কথা থাকলেও অ্যান্ড্রয়েড ও আইওএসের জন্য এই সুবিধা এখন চালু করলো গুগল। লক স্ক্রিন থেকেই ব্যবহারকারীরা প্রতিটি রাস্তার মোড় ও গন্তব্যস্থলে পৌঁছানোর সময় বা ইটিএ সম্পর্কে তথ্য দেখতে পারবে। এর আগে এসব তথ্য শুধু ফোনের লক স্ক্রিন খুললেই দেখা যেত। 

দিক নির্দেশনা ও লাইভ ইটিএ দেখানোসহ ব্যবহারকারীরা যদি ভিন্ন পথে যান তাও গ্যালেন্সেবল ডাইরেকশন ফিচারটি লক স্ক্রিনে দেখাবে।

গুগল ম্যাপসে এই ফিচার ডিফল্টভাবে বন্ধ থাকবে। তবে অ্যাপের সেটিংসের নেভিগেশন অপশন থেকে ফিচারটি চালু করা যায়। কোম্পানিটি ফিচারটি নিয়ে আসার ঘোষণা দিলেও আইফোনে ফিচারটি এখনো দেখা যায়নি। সম্ভবত কিছুদিনের মধ্যেই ফিচারটি আইফোনে পাওয়া যাবে। 

গত বছরের ফেব্রুয়ারিতে এই ফিচার নিয়ে আসার ঘোষণা দেয় গুগল। আবার গত জুনে গুগল জানায়, অ্যাপটি হাঁটা চলা, সাইকেল চালানো ও ড্রাইভিংয়ের নির্দেশনার ফিচারগুলোর সঙ্গে গ্যালেন্সেবল ডাইরেকশন সুবিধাটি নিয়ে আসা হবে। এটি আইওএস ১৬ .১ অপারেটিং সিস্টেমেও কাজ করবে বলে জানানো হয়েছিল। 

সম্প্রতি ম্যাপসে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন ফিচার নিয়ে এসেছে গুগল। এই মাসের শুরুতে গুগল এআই জেনারেটিভ টুলে ম্যাপসে যুক্ত করে। এর মাধ্যমে বিভিন্ন জায়গায় কী কী করার আছে সে সম্পর্কে তথ্য জানা যায়। 

তথ্যসূত্র: ম্যাক রিউমার

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি