হোম > প্রযুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্প বিকাশে ডেটা সেন্টার স্থাপন করছে ইথিওপিয়া

ডেটা মাইনিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি এগিয়ে নিতে অবকাঠামো নির্মাণে প্রাথমিক চুক্তি স্বাক্ষর করেছে ইথিওপিয়া। দেশটির কৌশলগত বিনিয়োগ পরিকল্পনা বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। হংকংভিত্তিক একটি প্রতিষ্ঠানের সঙ্গে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

ইথিওপিয়ার ইনভেস্টমেন্ট হোল্ডিংস (ইআইএইচ) বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাথমিকভাবে জানিয়েছে, হংকংভিত্তিক ওয়েস্ট ডেটা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠানের সঙ্গে ২৫ কোটি ডলারের একটি সমঝোতা স্মারক সই হয়েছে। পরে অবশ্যই সেই পোস্ট থেকে প্রতিষ্ঠানের পরিচয় এবং চুক্তির প্রকৃত অর্থের পরিমাণ মুছে ফেলা হয়।

এই চুক্তির বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি ইআইএইচ বা ওয়েস্ট ডেটা গ্রুপ। ইথিওপিয়ার ডেটা মাইনিং পরিচালনাবিষয়ক কর্তৃপক্ষ ইনফরমেশন নেটওয়ার্ক সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনও এ বিষয়ে মুখ খোলেনি।

গত সপ্তাহে মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে ইথিওপিয়া সরকার ডেটা মাইনিং প্রকল্প হাতে নেওয়ার পর থেকে বিটকয়েন মাইনিং পরিস্থিতি উন্নয়নে দেশটি বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। ইথিওপিয়ার এক কর্মকর্তা জানিয়েছেন, সরকারের এই প্রকল্প মূলত ডেটা মাইনিং ও উচ্চ-শক্তির কম্পিউটিং ব্যবস্থা এগিয়ে নেওয়ার লক্ষ্যেই হাতে নেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বিটকয়েন মাইনারদের কম্পিউটারে জটিল সব সমস্যার সমাধান করতে হয়। এতে উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটারের পাশাপাশি বিপুল পরিমাণে বিদ্যুৎ প্রয়োজন। তাই তারা তুলনামূলক সাশ্রয়ী পূর্ব আফ্রিকার দেশগুলোর দিকে ঝুঁকছে। বাণিজ্যিক ঝুঁকি এবং শক্তির অপচয় রোধে ২০২১ সালে চীন ক্রিপ্টোকারেন্সির সংগ্রহ ও বিপণনে নিষেধাজ্ঞা দেয়। এ কারণে আফ্রিকার দেশগুলো আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে মাইনারদের জন্য।

ইথিওপিয়ার বর্তমান বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ৫ হাজার ২০০ মেগাওয়াট। এই বিদ্যুতের শতকরা ৯০ ভাগই আসে জলবিদ্যুৎ থেকে এবং বাকি ১০ ভাগ আসে তাপীয় ও বায়ুবিদ্যুৎ থেকে। এদিকে, ইথিওপিয়া সরকারের গ্র্যান্ড ইথিওপিয়া রেনেসাঁ ড্যাম (জিইআরডি) প্রকল্পের কাজও প্রায় শেষের পথে। ধারণা করা হয়, এই প্রকল্প থেকে অন্তত ৫ হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

উল্লেখ্য, ১০ কোটি ২০ লাখ জনসংখ্যার দেশ ইথিওপিয়ার শতকরা ৪০ ভাগ মানুষই বিদ্যুদ্বিচ্ছিন্ন।

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের