হোয়াটসঅ্যাপে প্রতিনিয়ত মেসেজ ও কল এলে পছন্দের ও প্রয়োজনীয় নম্বরগুলো আড়াল হয়ে যায়। তখন বারবার নম্বর সার্চ দিয়ে খুঁজে বের করতে হয়, যা বিরক্তিকর। অ্যাপ খুললেই যাতে পছন্দের চ্যাট বা চ্যাটগ্রুপ সামনে চলে আসে, সেজন্য ‘ফেবারিটস’ নামে নতুন ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে পছন্দের নম্বরগুলোর তালিকা তৈরি করা যাবে; প্রয়োজনে নম্বর যুক্ত করা বা বাদও দেওয়া যাবে।
হোয়াটসঅ্যাপের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ডাব্লুএবেটাইনফো নতুন ফিচারটি সম্পর্কে সর্বপ্রথম এসব তথ্য দেয়। এতে বলা হয়, এই ফিচারের মাধ্যমে পছন্দের মানুষদের দ্রুত যোগাযোগ সহজ হবে।
ডাব্লুএবেটাইনফোর প্রকাশিত স্ক্রিনশটে দেখা যায়, ফিচারটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সেটিংসের মধ্যে রয়েছে। এই তালিকায় কোনো নম্বর যুক্ত করলে তা ওই নম্বরে কোনো নোটিফিকেশন পাঠাবে না।
এই ফিচার এখনো পরীক্ষা–নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। বেটা সংস্করণ ব্যবহারকারীদের জন্যও ফিচারটি চালু করা হয়নি। তাই কবে নাগাদ ফিচারটি সবার ব্যবহারের জন্য চালু করা হবে তা স্পষ্ট নয়।
ফেবারিট ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসও শুধু পছন্দের নম্বরের সঙ্গে ভাগ করে নেওয়া যাবে। অন্যান্য চ্যাটগুলো থেকে পছন্দের তালিকাটি আলাদা করার জন্য হোয়াটসঅ্যাপে একটি বিশেষ সেকশনও যুক্ত করা হতে পারে।