হোম > প্রযুক্তি

১৫ শতাংশ কর্মী ছাঁটাই করবে জুম

প্রযুক্তি ডেস্ক

গত বছর থেকে একের পর এক ছাঁটাইয়ের ঘোষণা আসছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো থেকে। গত বছর ৭০ হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করেছে গুগল, আমাজন, মাইক্রোসফট, মেটার মতো প্রতিষ্ঠানগুলো। মহামারির সময় বিপুলসংখ্যক কর্মী নিয়োগ করলেও সম্প্রতি গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ১২ হাজার, আমাজন ১৮ হাজার, মেটা ১১ হাজার, টুইটার ৪ হাজার ও মাইক্রোসফট ১০ হাজার কর্মী ছাঁটাই করেছে। এরই ধারাবাহিকতায় বিশ্বব্যাপী প্রায় ১ হাজার ৩০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, জুমের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক ইউয়ান গত মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) এই ঘোষণা দেন। জুমের দাপ্তরিক ব্লগে ইউয়ান লিখেন, ‘জুম কর্মীসংখ্যা কমিয়ে আনার পরিকল্পনা করেছে। কঠোর পরিশ্রমী ও মেধাবী হওয়া সত্ত্বেও আমাদের মোট কর্মীর প্রায় ১৫ শতাংশ বা প্রায় ১ হাজার ৩০০ সহকর্মীকে বিদায় জানাতে হচ্ছে। চাকরিচ্যুত কর্মীদের শিগগিরই ই–মেইলে জানিয়ে দেওয়া হবে।’ 

এরিক ইউয়ান আরও লিখেন, ‘যুক্তরাষ্ট্রে কর্মরত কর্মীরা তাঁদের চাকরি হারানোর খবর পরবর্তী ৩০ মিনিটের মধ্যেই ই–মেইলে পেয়ে যাবেন। অন্যান্য দেশে কর্মরত কর্মীদের সেখানকার নিয়ম মেনে জানিয়ে দেওয়া হবে।’

২০১১ সালে এরিক ইউয়ান ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম প্রতিষ্ঠা করেন। করোনা মহামারির আগে সেবাটি মানুষের কাছে অল্প পরিচিত হলেও মহামারির সময় টানা বিধিনিষেধ ও রিমোট অফিসের সুবাদে তুমুল জনপ্রিয় হয়ে ওঠে প্ল্যাটফর্মটি।

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব